ঢাকা, বৃহস্পতিবার, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১২ ডিসেম্বর ২০২৪, ০৯ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

রাজৈরে বাস-পিকআপভ্যানের মুখোমুখি সংঘর্ষ, আহত ২ জনের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৩ ঘণ্টা, এপ্রিল ৩, ২০২৩
রাজৈরে বাস-পিকআপভ্যানের মুখোমুখি সংঘর্ষ, আহত ২ জনের মৃত্যু

মাদারীপুর: মাদারীপুর জেলার রাজৈরে যাত্রীবাহী বাস ও পিকআপভ্যানের মুখোমুখি সংঘর্ষে আহত তিন জনের মধ্যে দুইজনের মৃত্যু হয়েছে।

রোববার (০২ এপ্রিল) রাতে ও সোমবার (০৩ এপ্রিল) সকালে ফরিদপুর ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।

এর আগে রোববার রাত ১০টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের উপজেলার বাবনাতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- রাজৈর উপজেলার বৌলগ্রামের নুরু মিয়ার ছেলে আবু সাইদ মিয়া (২২) ও নড়াইলের কালিয়া থানার আমজেদ শেখের ছেলে আলম শেখ (৪৫)।

হাইওয়ে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বরিশাল থেকে ছেড়ে আসা সৌদিয়া পরিবহনের একটি যাত্রীবাহী বাস রাজধানী ঢাকায় যাচ্ছিল। বাসটি ঢাকা-বরিশাল মহাসড়কের বাবনাতলা এলাকায় পৌঁছালে মহাসড়কের একটি বিপদজনক বাঁক ঘুরতে গিয়ে বিপরীত দিক থেকে আসা একটি কাঁচামাল বোঝাই পিকআপভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।

সংঘর্ষে পিকআপভ্যানে থাকা চালকসহ তিনজন গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে প্রথমে রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন। পরে তাদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় প্রাথমিক চিকিৎসা শেষে তিনজনকেই উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এরপর রাত ১টার দিকে চিকিৎসাধীন অবস্থায় আবু সাইদ মিয়ার মৃত্যু হয়। এছাড়া দুর্ঘটনায় আহত আলম শেখ ও চালক আবু মুছাকে মধ্যরাতে ফরিদপুর থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার সকালে আলম শেখের মৃত্যু হয়।

পিকআপভ্যানটির চালক আবু মুছা (২৫) অশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

মস্তফাপুর হাইওয়ে পুলিশের উপ-পরিদর্শক রুহুল আমিন বলেন, এ সংঘর্ষে আহত তিনজনই পিকআপভ্যানে ছিলেন। চালক ছাড়া বাকি দুইজনেরই চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে। এ ঘটনায় বাস ও পিকআপভ্যানটি পুলিশের হেফাজতে রয়েছে।

বাংলাদেশ সময়: ২০২১ ঘণ্টা, এপ্রিল ০৩, ২০২৩
এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।