ঢাকা, বুধবার, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ১১ ডিসেম্বর ২০২৪, ০৮ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

আপেলের টুকরো গলায় আটকে ছয় মাসের শিশুর মৃত্যু 

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০০ ঘণ্টা, এপ্রিল ৩, ২০২৩
আপেলের টুকরো গলায় আটকে ছয় মাসের শিশুর মৃত্যু 

ঢাকা: রাজধানীর মাদারটেক এলাকায় ইফতারের সময় আপেলের টুকরো গলায় আটকে ঢাকা মেডিকেল হাসপাতালে আসা ছয় মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। তার নাম সামির কিয়ান।

সোমবার (৩ এপ্রিল) পরিবারের লোকজন রাত পৌনে ৮টার দিকে অচেতন অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে পরীক্ষার পরে কিয়ানকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

মাদারটেক দক্ষিণগাঁও ২নং রোড এলাকার একটি বাসায় পরিবারের সঙ্গে থাকতো কিয়ান। তার বাবার নাম সাখাওয়াত হোসেন। ইফতারের সময় আপেলের ছোট একটি টুকরা খেতে গিয়ে শিশুটির গলায় আটকে যায়। পরে পরিবারের লোকজন স্থানীয় হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকে ঢাকা মেডিকেল হাসপাতালে নিয়ে আসলে শিশুটির মৃত্যু হয়।

হাসপাতালে শিশুটির দাদি সাহেলা আক্তার এসব জানান।  

শিশুটির মা নিশি সন্তান হারিয়ে হাসপাতালে বুকফাটা আর্তনাদ করতে থাকেন। পরে পরিবারের লোকজন শিশুটির মরদেহ নিয়ে মাদারটেকের উদ্দেশে রওনা দেয়।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্প ইনচার্জ (ইন্সপেক্টর) বাচ্চু মিয়া জানান, পরিবারের লোকজন জানিয়েছে আপেলের টুকরা গলায় আটকে শিশুটির মৃত্যু হয়।  

বাংলাদেশ সময়: ২০৫৯ ঘণ্টা, এপ্রিল ০৩, ২০২৩
এজেডএস/এসএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।