ঢাকা, শনিবার, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ ডিসেম্বর ২০২৪, ১১ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

সোয়া ২ লাখ মিটার কারেন্ট জাল, আটক ৪

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮২৯ ঘণ্টা, এপ্রিল ৪, ২০২৩
সোয়া ২ লাখ মিটার কারেন্ট জাল, আটক ৪

বরিশাল: বরিশালের হিজলায় মেঘনা ও মেঘনার শাখা নদীতে অভিযান চালিয়ে সোয়া ২ লাখ মিটার অবৈধ কারেন্ট জাল ও ১২০ কেজি জাটকা ইলিশ জব্দ করেছে নৌ-পুলিশ। পাশাপাশি সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকারের অভিযোগে ৪ জেলেকে আটক করা হয়েছে।

সোমবার (০৩ এপ্রিল) দিবাগত রাত পৌনে ১২টায় বিষয়টি নিশ্চিত করেছেন হিজলা নৌ-পুলিশের ইনচার্জ পরিদর্শক বিকাশ চন্দ্র দে।

তিনি জানান, মেঘনা ও মেঘনার শাখা নদীতে জাটকা সংরক্ষণ ও অভয়াশ্রম নিরাপদ রাখার লক্ষ্যে অভিযান পরিচালনা করা হয়। এ সময় ২ লাখ ১৫ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল ও ১২০ কেজি জাটকা ইলিশ জব্দ করা হয়।

পাশাপাশি সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকারের সময় মেহেন্দিগঞ্জের চর ইলিশা এলাকার দেলোয়ার হোসেন বেপারী (৪৫), লস্করপুরের শহীদ বেপারী (৪৫), জয়নগরের আল আমিন হাওলাদার (২২) ও হান্নান হাওলাদার (২০) নামে ৪ জেলেকে আটক করা হয়।

পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ তারেক হাওলাদার পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আটক ৪ জনের প্রত্যেককে ৫ হাজার টাকা করে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। জব্দ জাল আগুনে পুড়িয়ে ধ্বংস এবং জাটকা ইলিশগুলো বিভিন্ন এতিমখানায় বিতরণ করা হয়।

বাংলাদেশ সময়: ০৮২৫ ঘণ্টা, এপ্রিল ০৪, ২০২৩
এমএস/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।