ঢাকা, বৃহস্পতিবার, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১২ ডিসেম্বর ২০২৪, ০৯ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

ছিনতাই করে গাড়ি রেখে পালালো ছিনতাইকারী, ভুক্তভোগীর কাছে অটোরিকশা

শাবিপ্রবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৪৯ ঘণ্টা, এপ্রিল ৪, ২০২৩
ছিনতাই করে গাড়ি রেখে পালালো ছিনতাইকারী, ভুক্তভোগীর কাছে অটোরিকশা

শাবিপ্রবি (সিলেট): শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) চাকরির আবেদন করতে এসে ছিনতাইয়ের শিকার হয়েছেন শেখ মোহাম্মদ হেলাল নামে এক ব্যক্তি।

এদিকে ছিনতাইকারী তৎক্ষণাৎ অটোরিকশা রেখে পালালে ভুক্তভোগী বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে সেটি নিজের হেফাজতে তালাবদ্ধ করে রাখেন।

ভুক্তভোগীর দাবি ক্ষতিপূরণ না দেওয়া পর্যন্ত অটোরিকশা ফেরত দেওয়া হবে না। তবে অটোরিকশাতে প্রাপ্ত ডকুমেন্টের ভিত্তিতে মালিকপক্ষের সঙ্গে যোগাযোগের চেষ্টা চালিয়ে যাচ্ছেন তিনি।

রোববার (২ এপ্রিল) দুপুর ২টার দিকে বিশ্ববিদ্যালয়ের মুল ফটক থেকে আম্বরখানা যাওয়ার পথে এ ঘটনা ঘটেছে বলে জানান ভুক্তভোগী হেলাল।

বাংলানিউজকে হেলাল বলেন, গতকাল রোববার আমি শাহজালাল বিশ্ববিদ্যালয়ে অফিস সহকারী পদে চাকরির আবেদন করতে এসেছি। আবেদনের প্রক্রিয়া শেষ করে আমি বাসার উদ্দেশ্যে রওনা দিতে বিশ্ববিদ্যালয়ের গেটে যাই। সেখান থেকে আম্বরখানার উদ্দেশ্যে একটি অটোরিকশায় উঠি। তখন অটোরিকশায় চালকসহ আরও দুজন যাত্রী ছিল। কিছুদূর যাওয়ার পর পেছনে বসা একজন আমার পেটে ছুরি ধরে বলে যা কিছু আছে বের করে দে, চিৎকার করলে সমস্যা হবে। তখন আমি নিরুপায় হয়ে পকেটে থাকা ১১ হাজার টাকা বের করে দেই। তারা আরও যা আছে বের করে দিতে বলে। তখন কিছু নেই বললে, তারা আমার সঙ্গে থাকা ব্যাগ সার্চ করা শুরু করে, সেখানে আরও ৪০ হাজার টাকা পায়। পরে সেটাও নিয়ে নেয়। টাকা নেওয়ার একটু পর পাঠানঠুলার একটু আগে গেলে আমাকে ধাক্কা দিয়ে গাড়ি থেকে নামিয়ে দেয়।

ভুক্তভোগী হেলাল আরও বলেন, গাড়ি থেকে নামিয়ে দেওয়ার পর আমি আরেকটি অটোরিকশায় উঠে ওই গাড়িকে তাড়া করি এবং মোবাইলে ওই অটোরিকশার ভিডিও ধারণ করতে থাকি। কিছুদূর যাওয়ার পর অটোরিকশাটি থামলে আমি সেটাকে শনাক্ত করে লোকজন ডাকাডাকি করি। পরে তারা অটোরিকশা রেখে দ্রুত পালিয়ে (চাবি রেখে) যায়। পরে বিশ্ববিদ্যালয়ে থাকা আমার এক মামাত ভাইকে বিষয়টি অবগত করি। সে ওই এলাকায় এলে তার সহযোগিতায় অটোরিকশাটি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নিয়ে আসি। অটোরিকশাটিতে চালকের আইডি কার্ড, মালিকের তথ্য ও সিএনজির যাবতীয় ডকুমেন্ট ছিল। অটোরিকশার সিরিয়াল নম্বর 'সিলেট থ-১২-০৩৮৬' চালকের নাম সুমন আহমেদ।

প্রসঙ্গত, শেখ মোহাম্মদ হেলাল ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার কুলিকুন্ডা গ্রামের বাসিন্দা।  

বাংলাদেশ সময়: ১০৪৮ ঘণ্টা, এপ্রিল ০৪, ২০২৩
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।