ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

বরিশালে একমাসে মাদক বিরোধী অভিযানে গ্রেপ্তার ৬৬

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৭ ঘণ্টা, এপ্রিল ৪, ২০২৩
বরিশালে একমাসে মাদক বিরোধী অভিযানে গ্রেপ্তার ৬৬

বরিশাল: গত একমাসে টানা মাদক বিরোধী অভিযানে বরিশাল জেলার ১০টি থানায় ৪৯টি মামলায় ৬৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

এ সময় তিন কেজি ৫৭৭ গ্রাম গাঁজা, এক হাজার ৫৫টি ইয়াবা ট্যাবলেট, একটি গাঁজার গাছ, ১০৬ বোতল ফেনসিডিল, ১২ লিটার চোলাই মদ, পাঁচ লিটার বিদেশি মদ ও ছয়টি বিয়ার উদ্ধার করা হয়েছে।

সোমবার (৪ এপ্রিল) বিষয়টি নিশ্চিত করেছেন বরিশাল জেলার পুলিশ সুপার মো. ওয়াহিদুল ইসলাম। তিনি বলেন, দায়ের হওয়া মাদক মামলাগুলোর তদন্ত চলমান।

তিনি আরও জানান, জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে জেলা পুলিশের ১০টি থানা এলাকায় পুলিশি অভিযান জোরদার করাসহ টহল ডিউটি বৃদ্ধি এবং মাদক বিরোধী অভিযানও জোরদার করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৪৪৫ ঘণ্টা, এপ্রিল ০৪, ২০২৩
এমএস/এসআইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।