ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

নকল বিড়ি তৈরি চক্রের ৪ সদস্য আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৮ ঘণ্টা, এপ্রিল ৪, ২০২৩
নকল বিড়ি তৈরি চক্রের ৪ সদস্য আটক আটকরা

কুষ্টিয়া: কুষ্টিয়ায় নকল বিড়ি তৈরি চক্রের চার সদস্যকে আটক করেছে সিআইডি। কুষ্টিয়া ও ভেড়ামারা থেকে তাদের আটক করা হয়।

মঙ্গলবার (৪ এপ্রিল) দুপুরে কুষ্টিয়া সিআইডির অতিরিক্ত পুলিশ সুপার জিয়া উদ্দিন আহম্মেদ সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন।

আটকরা হলেন- দৌলতপুর উপজেলার আল্লাহর দর্গা গ্রামের মাস্টারপাড়া এলাকায় রিপন আলী (৫৪), নয়ন আলী (২৮), ভেড়ামারা উপজেলার বাহাদুপুর গ্রামের আলাউদ্দিন (৫৫) ও ওসমান আলী বাবলু (৫৬)।

সিআইডির অতিরিক্ত পুলিশ সুপার জিয়া উদ্দিন আহম্মেদ জানান, সরকারি ট্যাক্স ফাঁকি দিয়ে জাল রেভিনিউ স্ট্যাম্প তৈরি করার সংবাদ পেলে দৌলতপুর উপজেলার আল্লাহর দর্গা গ্রামের মাস্টারপাড়া এলাকা থেকে রিপন ও নয়নকে বিড়ির জাল রেভিনিউ স্ট্যাম্পসহ আটক করা হয়। তাদের জিজ্ঞাসাবাদের পর ওই চক্রের অন্য দু’জনকে আটক করা হয়।

এ সময় তাদের কাছ থেকে ৪৫ লাখ টাকা মূল্যের ব্যান্ডরোল, জাল স্ট্যাম্পসহ ১৫ হাজার টাকার নকল বিড়ি উদ্ধার করা হয়।

বাংলাদেশ সময়: ১৯১৮ ঘণ্টা, এপ্রিল ০৪, ২০২৩
জেডএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।