ঢাকা, শনিবার, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ ডিসেম্বর ২০২৪, ১১ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

প্রায় ৯ ঘণ্টা পর স্বাভাবিক হলো জরুরি সেবা ৯৯৯

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৩ ঘণ্টা, এপ্রিল ৪, ২০২৩
প্রায় ৯ ঘণ্টা পর স্বাভাবিক হলো জরুরি সেবা ৯৯৯

ঢাকা: রাজধানীর বঙ্গবাজারে অগ্নিকাণ্ডের কারণে বিঘ্নিত হওয়া জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর কার্যক্রম প্রায় ৯ ঘণ্টা পর স্বাভাবিক হয়েছে।

মঙ্গলবার (৪ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বিষয়টি নিশ্চিত করে পুলিশ সদর দপ্তর।

পুলিশ সদর দপ্তর জানায়, বঙ্গবাজারে সংঘঠিত অগ্নিকাণ্ডের কারণে জাতীয় জরুরি সেবা ৯৯৯ সাময়িকভাবে বন্ধ থাকার পর পুনরায় চালু হয়েছে।

এর আগে এদিন (৪ এপ্রিল) দুপুরে আগুনের ঘটনায় জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর সেবা সাময়িকভাবে বন্ধ থাকার কথা জানানো হয়।

সে সময় পুলিশ সদর দপ্তরের জনসংযোগ কর্মকর্তা মো. কামরুল আহসান বাংলানিউজকে বলেন, জাতীয় জরুরি সেবার কার্যক্রম সাময়িক বন্ধ রয়েছে। জরুরি প্রয়োজনে স্থানীয় থানা পুলিশ অথবা ফায়ার স্টেশনের সঙ্গে যোগাযোগের অনুরোধ জানানো হয়।

এ বিষয়ে জাতীয় জরুরি সেবা ৯৯৯- এর পরিদর্শক আনোয়ার সাত্তার বাংলানিউজকে বলেন, অগ্নিকাণ্ডের কারণে বিদ্যুৎ বিভ্রাট দেখা দেয়। প্রথম ৪ ঘণ্টা ব্যাকআপের মাধ্যমে সেবা স্বাভাবিক রাখা সম্ভব হয়। কিন্তু এরপরেও বিদ্যুৎ স্বাভাবিক না হওয়ায় সকাল ১০টার পর থেকেই বিঘ্নিত হয় ৯৯৯-এর কার্যক্রম।

আরও পড়ুন: ৯৯৯ সেবা সাময়িক বন্ধ

বাংলাদেশ সময়: ২০১৩ ঘণ্টা, এপ্রিল ৪, ২০২৩
এজেডএস/পিএম/এনএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।