ঢাকা, শুক্রবার, ২৮ অগ্রহায়ণ ১৪৩১, ১৩ ডিসেম্বর ২০২৪, ১০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

নালিতাবাড়িতে ৯১ বোতল মদসহ যুবক আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট     | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০৭ ঘণ্টা, এপ্রিল ৪, ২০২৩
নালিতাবাড়িতে ৯১ বোতল মদসহ যুবক আটক

শেরপুর: শেরপুরের নালিতাবাড়িতে ৯১ বোতল ভারতীয় মদসহ মো. রুবেল (৩০) নামে এক মাদক কারবারিকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১৪ জামালপুর।

মঙ্গলবার (৪ এপ্রিল) উপজেলার পোড়াগাঁও এলাকা থেকে তাকে আটক করা হয়।

এ সময় মাদক পরিবহনের কাজে ব্যবহৃত ব্যাটারিচালিত একটি ইজিবাইকও জব্দ করা হয়।

আটক রুবেল নালিতাবাড়ী উপজেলার পূর্ব সমশ্চূড়া গ্রামের মো. বিল্লাল হোসেনের ছেলে।

র‍্যাব-১৪ জামালপুর ক্যাম্প থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানা গেছে, গোপন তথ্যের ভিত্তিতে নালিতাবাড়ীর পোড়াগাঁও এলাকায় অভিযান চালিয়ে ৯১ বোতল আমদানি নিষিদ্ধ মদ ও একটি ইজিবাইকসহ মাদক কারবারি রুবেলকে আটক করা হয়। অভিযানকালে ক্যাম্পের সিনিয়র এএসপি এম এম সবুজ রানা উপস্থিত ছিলেন। আইনানুগ ব্যবস্থা নিতে অভিযুক্তকে নালিতাবাড়ী থানায় হস্তান্তর করা হয়েছে।

বাংলাদেশ সময়: ২১০৫ ঘণ্টা, এপ্রিল ০৪, ২০২৩
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।