ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

বাগেরহাটে বাজার মূল্য নিয়ন্ত্রণে যৌথ অভিযান

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট     | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩৩ ঘণ্টা, এপ্রিল ৪, ২০২৩
বাগেরহাটে বাজার মূল্য নিয়ন্ত্রণে যৌথ অভিযান

বাগেরহাট: পবিত্র মাহে রমজানে বাগেরহাটে নিত্যপণ্যের মূল্য স্বাভাবিক রাখতে জেলা প্রশাসন ও র‌্যাব যৌথ অভিযান পরিচালনা করেছে।  

মঙ্গলবার (৪ এপ্রিল) বিকেলে বাগেরহাটের অতিরিক্ত জেলা ম্যাজিস্টেট মো. আরিফুল ইসলামের নেতৃত্বে বাগেরহাট খানজাহান আলী মাজার মোড় বাজার ও শহরের প্রধান বাজারে অভিযান চালানো হয়।

এ সময় মাজার মোড়ের বাজারে বাটখাড়ার ওজন কম থাকায় দুই মাছ ব্যবসায়ী ও এক তরমুজ ব্যবসায়ীকে ৫০০ টাকা করে জরিমানা করা হয়। পরে বাগেরহাট শহরের প্রধান বাজারের মুদি, ফল, মাছ ও কাঁচা বাজারে অভিযান চালিয়ে বিভিন্ন পণ্যের গুণগত মান ও দাম যাচাই করা হয়।  

অভিযানের সময় বাগেরহাট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছা. রুবাইয়া তাছনিম, সহকারী কমিশনার রাকিব হাসান চৌধুরী, র‌্যাব কর্মকর্তা ফ্লাইট লেফটেন্যান্ট মো. রাসেল, জেলা বাজার কর্মকর্তা মো. সুজাত খান, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বাগেরহাটের সহকারী পরিচালক মো. আব্দুল্লাহ আল ইমরানসহ র‌্যাব সদস্যরা উপস্থিত ছিলেন।  

বাগেরহাটের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. আরিফুল ইসলাম বলেন, রমজানে নিত্য পণ্যের মূল্য স্বাভাবিক রাখতে জেলা প্রশাসনের পক্ষ থেকে নিয়মিত বাজার মনিটরিং করা হয়ে থাকে। তার অংশ হিসেবে আমরা যৌথভাবে অভিযান পরিচালনা করেছি। সতর্ক করার পাশাপাশি আমরা তিন ব্যবসায়ীকে জরিমানা করেছি। নাগরিকদের সুবিধার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

বাংলাদেশ সময়: ২১৩০ ঘণ্টা, এপ্রিল ০৪, ২০২৩
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।