ঢাকা, বৃহস্পতিবার, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১২ ডিসেম্বর ২০২৪, ০৯ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

ডিকাবকে বই উপহার দিল সিইএবি

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫৮ ঘণ্টা, এপ্রিল ৫, ২০২৩
ডিকাবকে বই উপহার দিল সিইএবি

ঢাকা: চায়না এন্টারপ্রাইজেস অ্যাসোসিয়েশন ইন বাংলাদেশ -সিইএবি ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের - ডিকাব লাইব্রেরির জন্য বই উপহার দিয়েছে।  

সোমবার রাজধানীর সিইএবি অফিসে অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি ঝাং জিয়াওলিয়াং ডিকাব প্রতিনিধি দলের কাছে বইগুলো তুলে দেন।

প্রতিনিধি দলে ছিলেন ডিকাবের সহ-সভাপতি মীর মোস্তাফিজুর রহমান, যুগ্ম সচিব আশিকুর রহমান অপু, ইসি সদস্য তৌহিদুর রহমান ও সদস্য মাসুম বিল্লাহ।

এই উদ্যোগের বিষয়ে মন্তব্য করতে গিয়ে সিইএবি-সভাপতি  কে চ্যাংলিয়াং বলেন, তার অ্যাসোসিয়েশন বাংলাদেশে জ্ঞানভিত্তিক সাংবাদিকতা বিকাশে করতে আগ্রহী। তিনি আরও আশ্বাস দেন যে সিইএবি সব সময় ডিকাবকে সহযোগিতা করবে।

অনুষ্ঠানে সিইএবি সচিব মে ঝোও উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১১৫৭ ঘণ্টা, এপ্রিল ৫, ২০২৩
টিআর/এসআইএস 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।