ঢাকা, বৃহস্পতিবার, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১২ ডিসেম্বর ২০২৪, ০৯ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

খিলক্ষেতে অটোরিকশাকে বাসের ধাক্কা, প্রাণ গেল নারী যাত্রীর

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১০ ঘণ্টা, এপ্রিল ৫, ২০২৩
খিলক্ষেতে অটোরিকশাকে বাসের ধাক্কা, প্রাণ গেল নারী যাত্রীর -ফাইল ছবি

ঢাকা: রাজধানী খিলক্ষেতে শ্যামলী পরিবহনের একটি বাসের ধাক্কায় সিএনজি অটোরিকশায় থাকা এক কর্মজীবী নারীর মৃত্যু হয়েছে। তার নাম আফসানা পাশা (৪৭)।

বুধবার (৫ এপ্রিল) বিকেল সোয়া ৫টার দিকে হোটেল লা মেরিডিয়ানের সামনের রাস্তায় এই দুর্ঘটনাটি ঘটে।

খিলক্ষেত থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী শাহান হক এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, শ্যামলী পরিবহনের ওই যাত্রীবাহী বাস অটোরিকশাটিকে ধাক্কা দিলে আফসানা পাশা নামে এক নারী যাত্রী নিহত হয়েছেন। প্রাথমিকভাবে জানা গেছে, ওই নারী কর্মজীবী। একটি কল সেন্টারে চাকরি করতেন। এই ঘটনায়  আহত অটোরিকশাচালক হাসপাতালে চিকিৎসাধীন আছেন। বিস্তারিত জানার জন্য পুলিশ কাজ করছে।

দুর্ঘটনার পর শ্যামলী পরিবহনের ঘাতক বাসটি জব্দ করা হলেও তার চালক পালিয়ে গেছেন বলে জানান ওসি কাজী শাহান হক।

বাংলাদেশ সময়: ১৯১০ ঘণ্টা, এপ্রিল ৫, ২০২৩
এজেডএস/এমএমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।