ঢাকা, শনিবার, ২৮ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ ডিসেম্বর ২০২৪, ১১ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

মাতুয়াইল মেডিকেলের সামনে পড়েছিল এক ব্যক্তির লাশ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫৯ ঘণ্টা, এপ্রিল ৬, ২০২৩
মাতুয়াইল মেডিকেলের সামনে পড়েছিল এক ব্যক্তির লাশ ফাইল ফটো

ঢাকা: রাজধানীর যাত্রাবাড়ী মাতুয়াইল মেডিকেলের সামনের রাস্তা থেকে অজ্ঞাত পরিচয়ের এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। তার বয়স আনুমানিক ৫০ বছর।

বৃহস্পতিবার (৬ এপ্রিল) সকাল ১০টার দিকে লাশটি উদ্ধার করা হয়।

যাত্রাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) সন্তোষ বালা বলেন, ওই ব্যক্তি ভবঘুরে প্রকৃতির ছিলেন। ফুটপাতেই ঘুমাতেন। সকালে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে মাতুয়াইল মেডিকেলের সামনের রাস্তায় যাত্রী ছাউনি থেকে তার লাশ উদ্ধার করা হয়।

তিনি বলেন, অসুস্থ হয়ে তার মৃত্যু হয়েছে বলে জানা গেছে। ময়নাতদন্তের জন্য লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে দাফনের জন্য সেটি আঞ্জুমান মুফিদুলে দেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৩৫৯ ঘণ্টা, এপ্রিল ০৬, ২০২৩
এজেডএস/জেডএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।