ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

আদিতমারীতে ৩ জুয়াড়িকে কারাদণ্ড 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট     | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪৭ ঘণ্টা, এপ্রিল ৬, ২০২৩
আদিতমারীতে ৩ জুয়াড়িকে কারাদণ্ড 

লালমনিরহাট: লালমনিরহাটের আদিতমারী উপজেলায় প্রকাশ্যে জুয়া খেলার অপরাধে তিন জুয়াড়ির প্রত্যেককে সাদ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।  

বৃহস্পতিবার (৬ এপ্রিল) সন্ধ্যার দিকে এ সাজা দেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক আদিতমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জিআর সারোয়ার।

 

সাজাপ্রাপ্তরা হলেন- উপজেলার কমলাবাড়ী ইউনিয়নের চন্দনপাট এলাকার মৃত সফর উদ্দিনের ছেলে ওয়াজেদ আলী (৩৫), বড় কমলাবাড়ী গ্রামের কালাচানের ছেলে হেলাল উদ্দিন (২২) ও হাতীবান্ধা উপজেলার দক্ষিণ জাওরানী গ্রামের দেলদাল রহমানের ছেলে সাইদুল ইসলাম (৩০)।  

আদিতমারী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক জানান, চৈত্র সংক্রান্তি উপলক্ষে সনাতন ধর্মালম্বীদের মেলা বসে উপজেলার চন্দপাট বামনের বাসা এলাকায়। কিছু জুয়াড়ি সেই মেলার পাশে বাঁশ বাগানে জুয়ার আসর বসায়। এমন গোপন খবরে পুলিশ সেখানে অভিযান চালিয়ে জুয়া খেলার সরঞ্জামসহ তিন জুয়াড়িকে আটক করা হয়। পরে আটকদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে প্রত্যেককে তাদের অপরাধ স্বীকার করলে জুয়া আইনে আটকদের প্রত্যেকের সাতদিন করে বিনাশ্রম কারাদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক ইউএনও জিআর সারোয়ার। সন্ধ্যার পরে সাজাপ্রাপ্তদের লালমনিরহাট কারাগারে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ২১৪৫ ঘণ্টা, এপ্রিল ০৬, ২০২৩
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।