ঢাকা, রবিবার, ১ পৌষ ১৪৩১, ১৫ ডিসেম্বর ২০২৪, ১২ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

পিছিয়ে পড়া নারী-শিশুদের নিয়ে কারুশিল্প প্রশিক্ষণ 

উপজেলা করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৯ ঘণ্টা, এপ্রিল ৭, ২০২৩
পিছিয়ে পড়া নারী-শিশুদের নিয়ে কারুশিল্প প্রশিক্ষণ 

ঢাকা (নবাবগঞ্জ): ঢাকার নবাবগঞ্জ উপজেলায় সমাজে পিছিয়ে পড়া নারী ও শিশুদের এগিয়ে আনতে কারুশিল্প প্রশিক্ষণ দিয়েছে ইনভিশন অ্যাকশন রিওয়ার্ড এ্যাসেট (ইয়ারা) ও নবাবগঞ্জ ললিত কলা একাডেমি (নাফা)।

শুক্রবার (৭ এপ্রিল) সকাল ১০টায় উপজেলা সদর সরকারি নবাবগঞ্জ পাইলট স্কুল অ্যান্ড কলেজে এ প্রশিক্ষণ দেওয়া হয়।

ইয়ারার প্রতিষ্ঠাতা পরিচালক সায়মা রহমান তুলির সার্বিক ব্যবস্থাপনায় প্রশিক্ষণ প্রদান করেন প্রতিষ্ঠানের চারুকলা বিভাগের শিক্ষক তপন কুমার মণ্ডলসহ প্রতিষ্ঠানের প্রশিক্ষিত দিপিকা হালদার, ফাতিহা মনিরা, মাহিন আলম, শেখ তাহফিমুল ইসলাম।

প্রশিক্ষণ পরিচালনা করেন নবাবগঞ্জ ললিত কলা একাডেমির সভাপতি শফিউর রহমান তোতা ও ব্যবস্থাপনা পরিচালক লতিফা রহমান লতা।  

প্রশিক্ষণে নবাবগঞ্জ, দোহার ও মুন্সিগঞ্জ জেলার সিরাজদিখান উপজেলাসহ দিনাজপুর ও বগুড়া জেলার প্রায় ৫০জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন।  

ইনভিশন অ্যাকশন রিওয়ার্ড এ্যাসেট (ইয়ারা) ও নবাবগঞ্জ ললিত কলা একাডেমির (নাফা) লক্ষ্য বাংলা ও বাঙালির ঐতিহ্য, সংস্কৃতি প্রসার ঘটিয়ে সমাজে পিছিয়ে পড়া নারী ও শিশুদের এগিয়ে নেওয়া।

বাংলাদেশ সময়: ১৪৪৯ ঘণ্টা, এপ্রিল ৭, ২০২৩
এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।