ঢাকা, বুধবার, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ১১ ডিসেম্বর ২০২৪, ০৮ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

টাঙ্গাইলে আ.লীগ নেতার ফাঁসির দাবিতে মানববন্ধন 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০২ ঘণ্টা, এপ্রিল ৭, ২০২৩
টাঙ্গাইলে আ.লীগ নেতার ফাঁসির দাবিতে মানববন্ধন 

টাঙ্গাইল: ধর্ষণ মামলা আসামি টাঙ্গাইল শহর আওয়ামী লীগের সহ-সভাপতি গোলাম কিবরিয়া বড় মনির ফাঁসির দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ মিছিল করেছে স্থানীয় নারীরা।  

শুক্রবার সকাল সাড়ে ১০ টার দিকে শহরের ভাসানী হল থেকে প্রতিবাদ মিছিল নিয়ে শহীদ মিনারের সামনে মানববন্ধন করে তারা।

মানববন্ধনে বক্তারা বলেন, এই বড় মনি ও তার ভাই ছোট মনিরের বিরুদ্ধে যে অভিযোগ উঠেছে তা সত্যতা নিশ্চিত করে ফাঁসি দিতে হবে। যদি তাদের ফাঁসি না দেওয়া হয় তাহলে কঠিন আন্দোলন গড়ে তোলা হবে।

উল্লেখ্য, গত বুধবার রাত ১০টার দিকে টাঙ্গাইল শহর আওয়ামী লীগের সহ সভাপতি ও বাস মিনিবাস মালিক সমিতির মহাসচিব গোলাম কিবরিয়া বড় মনির বিরুদ্ধে এক তরুণী ধর্ষণের অভিযোগে মামলা দায়ের করেন। তারপর থেকে শহরে আলোচনা ও সমালোচনার ঝড় বইছে।

বাংলাদেশ সময়: ২০০০ ঘণ্টা, মার্চ ০৭, ২০২৩
কেইউএ/এসএএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।