ঢাকা, রবিবার, ১ পৌষ ১৪৩১, ১৫ ডিসেম্বর ২০২৪, ১২ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

অস্ত্র মামলায় সাজাপ্রাপ্ত আসামি আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪৮ ঘণ্টা, এপ্রিল ৭, ২০২৩
অস্ত্র মামলায় সাজাপ্রাপ্ত আসামি আটক

কুষ্টিয়া: কুষ্টিয়ার সদর থানায় দায়ের করা অস্ত্র মামলায় ১০ বছরের কারাদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি সাইফুল ইসলামকে (৪৯) আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।  

শুক্রবার (৭ এপ্রিল) বিকেলে কুষ্টিয়ার মিরপুর উপজেলার নওদা বহলবাড়ীয়া এলাকা থেকে তাকে আটক করে র‌্যাব-১২ কুষ্টিয়া ক্যাম্পের সদস্যরা।

আটক সাইফুল মিরপুর উপজেলার মোশাররফপুর এলাকসার মৃত হাজী ইয়ার উদ্দিন মন্ডলের ছেলে।

ব-১২ কুষ্টিয়া ক্যাম্পের কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার মোহাম্মদ ইলিয়াস খান জানান, গোপন খবর পেয়ে ১০ বছরের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি সাইফুলকে আটক করা হয়।

তিনির জেলা সদর থানার মামলা নম্বর-৩, তারিখ ০১ এপ্রিল ২০১৭, অস্ত্র আইনের ১৯ (এ) ধারায় ১০ বছরের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি। পরে ধৃত আসামিকে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য কুষ্টিয়ার মিরপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

বাংলাদেশ সময়: ২০৪৫ ঘণ্টা, এপ্রিল ০৭, ২০২৩
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।