ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

২০৪ বোতল ফেনসিডিলসহ ডাইল তাজুল আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩৭ ঘণ্টা, এপ্রিল ৭, ২০২৩
২০৪ বোতল ফেনসিডিলসহ ডাইল তাজুল আটক

ঢাকা: রাজধানীর মোহাম্মদপুর থানাধীন বসিলা এলাকায় অভিযান চালিয়ে ২০৪ বোতল ফেনসিডিলসহ কুখ্যাত মাদক বিক্রেতা মো. তাইজুল ইসলাম ওরফে ডাইল তাজুলকে (২৯) আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-২)।

শুক্রবার (৭ এপ্রিল) গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

র‌্যাব-২ এর সিনিয়র সহকারী পরিচালক মো. ফজলুল হক বলেন, তাজুলকে আটকের পর তার দেওয়া তথ্যের ভিত্তিতে একটি পিকআপ ভ্যানের সামনে রাখা দুটি প্লাস্টিকের বস্তা থেকে ২০৪ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। যার বাজার মূল্য আনুমানিক ৬ লাখ ১২ হাজার টাকা।

আটক তাজুল দীর্ঘদিন ধরে ঢাকার বিভিন্ন স্থানে ফেনসিডিল বিক্রি করে আসছিলেন। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ২১৩৭ ঘণ্টা, এপ্রিল ০৭, ২০২৩
পিএম/জেডএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।