ঢাকা, শনিবার, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ ডিসেম্বর ২০২৪, ১১ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

সিএনজিসহ চোর চক্রের ৩ সদস্য গ্রেপ্তার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট   | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৪ ঘণ্টা, এপ্রিল ৮, ২০২৩
সিএনজিসহ চোর চক্রের ৩ সদস্য গ্রেপ্তার

নরসিংদী: নরসিংদীর পলাশে চোরাইকৃত সিএনজি অটোরিকশাসহ আন্তঃজেলা চোর চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ।

শুক্রবার (৭ এপ্রিল) রাতে পলাশ উপজেলার গজারিয়া ইউনিয়নের ঝালঘাটা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

 

শনিবার (৮ এপ্রিল) দুপুরে পলাশ থানায় এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার  (অপরাধ) অনির্বাণ চৌধুরী।  

গ্রেপ্তাররা হলেন- ব্রাহ্মনবাড়ীয়া জেলার কলামুরি গ্রামের রজব আলীর ছেলে রফিকুল ইসলাম (৬০), নবীনগর উপজেলার খোকা মিয়ার ছেলে আল-আমিন (২৮) ও একই এলাকার আব্দুল হাই মিয়ার ছেলে উজ্জল মিয়া (৩৪)।  

অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) অনির্বাণ চৌধুরী জানায়, গ্রেপ্তাররা দীর্ঘদিন ধরে জেলার বিভিন্ন স্থান থেকে সিএনজি অটোরিকশা চুরি করে আসছিল। শুক্রবার দিনগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, একদল চোর চক্রের সদস্যরা চোরাইকৃত সিএনজি অটোরিকশা নিয়ে গজারিয়া ইউনিয়নের চরসিন্দুর টু ইটাখোলা আঞ্চলিক সড়কের ঝালঘাটা বাজার দিয়ে যাচ্ছে। পরে সেখানে জেলা গোয়েন্দা পুলিশের একটি চৌকস দল  অভিযান পরিচালনা করে। এসময় তিনটি চোরাইকৃত সিএনজি অটোরিকশাসহ তাদের হাতেনাতে গ্রেপ্তার করা হয়।  

তিনি আরও জানান, গ্রেপ্তারদের বিরুদ্ধে ইতোপূবেই বিভিন্ন থানায় একাধিক চুরির মামলা রয়েছে। চুরি সিএনজি অটোরিকশা গুলোর মালিকদের পরিচয় জানার চেষ্টা চলছে। এছাড়া গ্রেপ্তারদের বিরুদ্ধে পলাশ থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।  

সংবাদ সম্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাসার পিপিএম, পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইলিয়াছ ও পলাশ থানার পরিদর্শক (তদন্ত) এমদাদুল হক।

বাংলাদেশ সময়: ১৭০২ ঘণ্টা, এপ্রিল ৮, ২০২৩
এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।