ঢাকা, শনিবার, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ ডিসেম্বর ২০২৪, ১১ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

সিলেটে পৃথক দুর্ঘটনায় দুই নারী ও কিশোরীর মৃত্যু

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৬ ঘণ্টা, এপ্রিল ৮, ২০২৩
সিলেটে পৃথক দুর্ঘটনায় দুই নারী ও কিশোরীর মৃত্যু

সিলেট: সিলেটের জকিগঞ্জে পৃথক দুর্ঘটনায় দুই নারী রেনু বেগম (৪২) ও সুমা দাস(২৬) এবং রেজওয়ানা চৌধুরী (১৫) নামে এক কিশোরী নিহত হয়েছেন।

শুক্রবার দিনগত রাত ৯টার দিকে উপজেলার মানিকপুর ইউপির চালিয়াকাপন বটতলা এলাকায় দাঁড়ানো ট্রাকের সঙ্গে ধাক্কা লেগে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে মারা যান রেনু বেগম।

একই দিন সন্ধ্যারাতে ওই ইউনিয়নের খলাদাপনিয়া ইসলামখানী গ্রামে টয়লেটের ট্যাংকি স্ল্যাব ভেঙে পড়ে মৃত্যু হয় রেজওয়ানার। এছাড়া অগ্নিদগ্ধ হয়ে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার রাতে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান সুমা দাস(২৬)।

শনিবার সিলেট জেলা পুলিশের পরিদর্শক (সহকারী মিডিয়া কর্মকর্তা) শ্যামল বণিক জানান, শুক্রবার রাত ৮টার দিকে সিলেট-জকিগঞ্জ সড়কের মানিকপুর ইউপির চালিয়াকাপন বটতলা এলাকায় দাঁড়িয়ে থাকা ট্রাকের সঙ্গে ধাক্কা লেগে ছেলের মোটরসাইকেল থেকে ছিটকে পড়েন রেনু বেগম। গুরুতর অবস্থায় ওসমানী হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

নিহত রেনু বেগম জকিগঞ্জ উপজেলার কসকনকপুর গ্রামের মৃত সফিকুর রহমানের স্ত্রী। দুর্ঘটনায় তার ছেলে মাসুম আহমদ (২০) গুরুতর আহত হয়ে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

এছাড়া, শুক্রবার সন্ধ্যারাতে বাড়ির টয়লেটের ট্যাঙ্কির স্ল্যাব ভেঙে ময়লাতে পড়ে মারা যায় প্রতিবন্ধী কিশোরী রেজওয়ানা চৌধুরী। রেজওয়ানা জকিগঞ্জ উপজেলার মানিকপুর ইউনিয়নের ইসলামখানী গ্রামের মো. আব্দুস সালামের মেয়ে।

জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোশাররফ হোসেন এ তথ্য নিশ্চিত করে বলেন, নিহত কিশোরী শারীরিকভাবে প্রতিবন্ধী ছিল। স্থানীয় একটি বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণিতে পড়তো এবং সরকারের প্রতিবন্ধী ভাতার আওতায় ছিল রেজওয়ানা। পৃথক দুর্ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

এদিকে, ১৬ মার্চ রাত সাড়ে ১২টায় নগরী সংলগ্ন দলদলি চা বাগানে নিজ ঘরে শীত নিবারণে চুলায় আগুনের তাপ নিচ্ছিলেন মৃত বিক্রম দাসের মেয়ে সুমা দাস (২৬)। এ সময় হঠাৎ করে তার পরে থাকা মেক্সিতে আগুন লেগে শরীরের অনেকটাই  পুড়ে যায়। পরে পরিবারের লোকজন গুরুতর আহত অবস্থায় তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার রাত ১০ টার দিকে তার মৃত্যু হয়।

বাংলাদেশ সময়: ১৯২৬ ঘণ্টা, এপ্রিল ০ ৮, ২০২৩    
এনইউ/এসআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।