ঢাকা, রবিবার, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১৫ ডিসেম্বর ২০২৪, ১২ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

মেঘনায় জব্দকৃত এক লাখ চিংড়ি পোনা অবমুক্ত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট     | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৭ ঘণ্টা, এপ্রিল ৯, ২০২৩
মেঘনায় জব্দকৃত এক লাখ চিংড়ি পোনা অবমুক্ত

লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরের রামগতির চর রমিজ এলাকায় অভিযান চালিয়ে এক লাখ গলদা চিংড়ির পোনা জব্দ করা হয়েছে। পরে জব্দকৃত পোনাগুলো নদীতে অবমুক্ত করা হয়।

 

উপজেলা প্রশাসন সূত্র জানায়, জাটকা রক্ষা কার্যক্রম বাস্তবায়নের লক্ষে শনিবার (৮ এপ্রিল) দুপুর থেকে বিকেল পর্যন্ত মেঘনা নদীর বিভিন্ন পয়েন্টে টহল দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম শান্তুনু চৌধুরী। এ সময় সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. জসিম উদ্দিন, পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।  

পরে উপজেলার চর রমিজ ইউনিয়নের মেঘনা নদীর তীরবর্তী ওছখালী এলাকায় অভিযান চালানো হয়। সেখানে দুটি আড়ৎ থেকে ৮০টি ড্রামে থাকা একলাখ গলদা চিংড়ির পোনা জব্দ করা হয়েছে।  

সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. জসিম উদ্দিন বলেন, জব্দকৃত চিংড়ির পোনাগুলো স্থানীয়দের উপস্থিতিতে মেঘনা নদীতে অবমুক্ত করা হয়েছে।  

তিনি আরও বলেন, নদীতে জাটকা ইলিশ রক্ষায়ও অভিযান চালানো হয়েছে। এসময় নদীতে কোনো নৌকা ও জেলেকে পাওয়া যায়নি।  

বাংলাদেশ সময়: ১৪৪৬ ঘণ্টা, এপ্রিল ৯, ২০২৩
এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।