ঢাকা, শুক্রবার, ৩ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

জাতীয়

বাহরাইনের পররাষ্ট্রমন্ত্রীকে ঢাকা সফরের আমন্ত্রণ 

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৭ ঘণ্টা, এপ্রিল ৯, ২০২৩
বাহরাইনের পররাষ্ট্রমন্ত্রীকে ঢাকা সফরের আমন্ত্রণ 

ঢাকা: বাহরাইনের পররাষ্ট্রমন্ত্রী ড. আব্দুল লতিফ বিন রাশিদ আল-জায়ানিকে ঢাকা সফরের আমন্ত্রণ জানানো হয়েছে। মানামায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ড. মুহাম্মদ নজরুল ইসলাম তাকে ঢাকা সফরের আমন্ত্রণ জানান।

বাহারাইনের বাংলাদেশ দূতাবাস জানায়, গত ৬ এপ্রিল মানামায় নিযুক্ত রাষ্ট্রদূত ড. মুহাম্মদ নজরুল ইসলাম বাহরাইনের পররাষ্ট্রমন্ত্রী ড. আব্দুল লতিফ বিন রাশিদ আল-জায়ানির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। সাক্ষাৎকালে রাষ্ট্রদূত বাংলাদেশ ও বাহরাইনের মধ্যকার বিভিন্ন ইস্যু নিয়ে আলোচনা করেন।

সে সময় রাষ্ট্রদূত পররাষ্ট্রমন্ত্রী ড. জায়ানিকে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের পাঠানো আমন্ত্রণপত্রটি হস্তান্তর করেন। তিনি তাকে বাংলাদেশ সফরেরও অনুরোধ জানান।

এর আগে পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেনকে স্বাধীনতা দিবসের অভিনন্দন জানিয়েছিলেন বাহরাইনের পররাষ্ট্রমন্ত্রী ড. আব্দুল্লাতিফ বিন রশিদ আল-জায়ানি। অভিনন্দন বার্তায় ড. আবদুল্লাতিফ বিন রশিদ আল-জায়ানি উভয় দেশের দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও গভীর ও শক্তিশালী করতে এবং পারস্পরিক কল্যাণে সহযোগিতার অন্যান্য ক্ষেত্রগুলোকে আরও প্রসারিত করতে বাহরাইনের আগ্রহের কথা পুনর্ব্যক্ত করেন।

বাংলাদেশ সময়: ১৭১৭ ঘণ্টা, এপ্রিল ০৯, ২০২৩
টিআর/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।