ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

রোহিঙ্গাদের জন্য আরও ২৩.৮ মিলিয়ন ডলার সহায়তা দেবে যুক্তরাষ্ট্র

ডিপ্লোম্যাটিক  করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৩ ঘণ্টা, এপ্রিল ১০, ২০২৩
রোহিঙ্গাদের জন্য আরও ২৩.৮ মিলিয়ন ডলার সহায়তা দেবে যুক্তরাষ্ট্র

ঢাকা : বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গা শরণার্থীদের খাদ্য ও পুষ্টির জন্য আরও ২৩ দশমিক ৮ মিলিয়ন মার্কিন ডলারের জরুরি মানবিক সহায়তা দেবে মার্কিন যুক্তরাষ্ট্র।

ইউএস এজেন্সি ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্টের (ইউএসএআইডি) মাধ্যমে এই সহায়তা দেওয়া হবে।

সোমবার (১০ এপ্রিল) ঢাকার মার্কিন দূতাবাস এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

নতুন এই অর্থায়নের মাধ্যমে কক্সবাজার ও ভাসানচরের ৯ লাখ ২৫ হাজার শরণার্থীর প্রয়োজনীয় খাদ্য ও পুষ্টির ইলেকট্রনিক ভাউচার সরবরাহ করা হবে।  

এ ছাড়া শিশু, গর্ভবতী ও স্তন্যদানকারী নারীদের এই কর্মসূচিতে অগ্রাধিকার দেওয়া হবে। এই কর্মসূচি বাস্তবায়নে  ইউএসএআইডি জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচির সঙ্গে একযোগে কাজ করবে।

ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস বলেছেন, যুক্তরাষ্ট্র বাংলাদেশে আশ্রয় নেয়া উদ্বাস্তু ও স্থানীয়  সম্প্রদায়ের সহায়তা প্রদানে প্রতিশ্রুতিবদ্ধ, তবে আরও অনেক কিছুর প্রয়োজন।  

তিনি বলেন, আমরা রোহিঙ্গা শরণার্থীদের চাহিদা মেটাতে অতিরিক্ত সহায়তা প্রদানে আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য অন্যান্য দাতাদের আহ্বান জানাই। রোহিঙ্গা জনগোষ্ঠীকে আরও টেকসই জীবিকায় নিয়োজিত করার অনুমতি দিতে আমরা  বাংলাদেশ সরকারকে অনুরোধ করছি, যাতে তারা মানবিক সহায়তার ওপর নির্ভরতা কমাতে পারে।

বাংলাদেশে বর্তমানে প্রায় ১০ লাখ শরণার্থী রয়েছে, যাদের অধিকাংশই মিয়ানমারের রোহিঙ্গা। এই শরণার্থীদের বেশিরভাগই কক্সবাজারের শরণার্থী শিবির ও ভাসানচর দ্বীপে বসবাস করছে। মৌলিক চাহিদা মেটাতে তাদের মানবিক সহায়তার ওপর নির্ভর করতে হচ্ছে।

রোহিঙ্গা সংকট মোকাবিলায় মানবিক সহায়তার শীর্ষস্থানীয় অবদানকারী যুক্তরাষ্ট্র। ২০১৭ সালের আগস্ট থেকে মার্কিন যুক্তরাষ্ট্র এই আঞ্চলিক সঙ্কটের প্রতিক্রিয়া সাড়া দিয়ে দুই বিলিয়ন ডলারেরও বেশি সহায়তা দিয়েছে। এর মধ্যে বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গা শরণার্থী ও স্থানীয় সম্প্রদায়ের জন্য ১ দশমিক ৬ বিলিয়ন ডলারেরও বেশি সহায়তা দেওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ১৭১৯ ঘণ্টা, এপ্রিল ১০, ২০২৩ 
টিআর/আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।