ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

রূপগঞ্জে দেশিয় অস্ত্র-মাদকসহ ৫ কারবারি আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৫ ঘণ্টা, এপ্রিল ১১, ২০২৩
রূপগঞ্জে দেশিয় অস্ত্র-মাদকসহ ৫ কারবারি আটক

ঢাকা: নারায়ণগঞ্জের রূপগঞ্জ এলাকা থেকে দেশিয় অস্ত্র ও মাদকসহ পাঁচ কারবারিকে আটক করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১০)।

আটক মাদক কারবারিরা হলেন- মো. হৃদয় হোসেন (২১), মো. রতন (৪০), মো. মঞ্জুরুল আলম (৩১), মো. মোতালেব হোসেন (৫০) ও মো. জাহিদুল ইসলাম (৩৫)।

অভিযানে তাদের কাছ থেকে পাঁচটি বিভিন্ন ধরনের দেশিয় অস্ত্র, ৫০টি ইয়াবা ট্যাবলেট, ১৪০ গ্রাম গাঁজা, ৯০ পুরিয়া হেরোইন ও মাদক বিক্রির একলাখ ৫৬ হাজার ৬১০ টাকা উদ্ধার করা হয়।

মঙ্গলবার (১১ এপ্রিল) দুপুরে র‍্যাব-১০ এর অধিনায়ক (সিও) অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ ফরিদ উদ্দিন বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেন।  

তিনি জানান, সোমবার (১০ এপ্রিল) নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানাধীন কায়েতপাড়া চনপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়।  

র‍্যাবের এই কর্মকর্তা জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, আটক ব্যক্তিরা পেশাদার অবৈধ অস্ত্রধারী সন্ত্রাসী ও মাদক কারবারি। তারা বেশ কিছুদিন ধরে দেশিয় অস্ত্রের ভয় দেখিয়ে নারায়ণগঞ্জের রূপগঞ্জসহ আশপাশের বিভিন্ন এলাকায় মাদক কারবারিসহ বিভিন্ন ধরণের সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করে আসছিল।

এছাড়া আটক আসামি মো. রতন ও মো. মঞ্জুরুল আলমের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় একাধিক মাদক মামলা রয়েছে বলে জানা গেছে।

আটক আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।  

বাংলাদেশ সময়: ১৬১৪ ঘণ্টা, এপ্রিল ১১, ২০২৩
এসজেএ/এসআইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।