ঢাকা, শুক্রবার, ২৮ অগ্রহায়ণ ১৪৩১, ১৩ ডিসেম্বর ২০২৪, ১০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সকলের সহযোগিতা চাইলেন এমপি মুন্না

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট     | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫৫ ঘণ্টা, এপ্রিল ১১, ২০২৩
ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সকলের সহযোগিতা চাইলেন এমপি মুন্না

সিরাজগঞ্জ: উত্তরের ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সিরাজগঞ্জের সর্বস্তরের মানুষের সহযোগিতা চাইলেন অধ্যাপক ডা. হাবিবে মিল্লাত মুন্না এমপি।  

মঙ্গলবার (১১ এপ্রিল) বিকেলে সিরাজগঞ্জ প্রেসক্লাব হলরুমে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় এ সহযোগিতা চান তিনি।



ডা. মিল্লাত মুন্না বলেন, প্রতিবছরই ঈদযাত্রায় সিরাজগঞ্জের বঙ্গবন্ধু সেতু পশ্চিম মহাসড়কে যানজটের দুর্ভোগে পড়তে হয় মানুষকে। যানজট নিরসনে এবং উত্তরাঞ্চলের মানুষ যাতে নিরাপদে বাড়ি ফিরতে পারেন, সেজন্য সাংবাদিক, পুলিশ প্রশাসনসহ সংশ্লিষ্ট বিভিন্ন মহলের সহযোগিতা প্রয়োজন।

সিরাজগঞ্জ প্রেসক্লাবের আহ্বায়ক শহিদুল ইসলাম ফিলিপসের সভাপতিত্বে মতবিনিময় সভায় আরও বক্তব্য দেন সিরাজগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি হেলাল উদ্দিন।  

এ সময় প্রেসক্লাবের সিনিয়র সদস্য আব্দুল কুদ্দুস, ইসমাইল হোসেনসহ সাংবাদিরা উপস্থিত ছিলেন।  

বাংলাদেশ সময়: ১৮৫৪ ঘণ্টা, এপ্রিল ১১, ২০২৩
এসএম/এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।