ঢাকা, বৃহস্পতিবার, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ১২ ডিসেম্বর ২০২৪, ০৯ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

কুষ্টিয়ায় ট্রাকচাপায় ব্যবসায়ী নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট     | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪০ ঘণ্টা, এপ্রিল ১১, ২০২৩
কুষ্টিয়ায় ট্রাকচাপায় ব্যবসায়ী নিহত ইরান

কুষ্টিয়া: কুষ্টিয়ায় ব্যাটারিচালিত ইজিবাইক থেকে পড়ে ট্রাকচাপায় ইরান (৩২) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন।  

মঙ্গলবার (১১ এপ্রিল) দুপুরের দিকে জেলা সদর উপজেলার কবুরহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

 

নিহত ইরান জেলার মিরপুর উপজেলার পোড়াদহ দক্ষিণ কাটদহ গ্রামের ইউনুস আলীর ছেলে। তিনি ইমরান গার্মেন্টসের মালিক।  

পুলিশ ও পরিবার সূত্রে জানা গেছে, দুপুরে ব্যবসায়ী ইমরান কুষ্টিয়া শহর থেকে ইজিবাইক যোগে পোড়াদহ যাচ্ছিলেন। পথে ইজিবাইক থেকে হঠাৎ রাস্তায় পড়ে যান তিনি। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক তাকে চাপা দেয়। এতে গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।  

এ বিষয়ে কুষ্টিয়া হাইওয়ের থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেবব্রত রায় বাংলানিউজকে জানান, ঘাতক ট্রাক জব্দসহ চালককে আটক করা যায়নি। সিসি ক্যামেরা দেখে আটকের চেষ্টা চলছে।  

বাংলাদেশ সময়: ১৯৩৮ ঘণ্টা, এপ্রিল ১১, ২০২৩
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।