ঢাকা, রবিবার, ১ পৌষ ১৪৩১, ১৫ ডিসেম্বর ২০২৪, ১২ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

শালিসে নারীকে বেত্রাঘাত-পাথর নিক্ষেপের ঘটনায় মানববন্ধন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৯ ঘণ্টা, এপ্রিল ১১, ২০২৩
শালিসে নারীকে বেত্রাঘাত-পাথর নিক্ষেপের ঘটনায় মানববন্ধন

সাতক্ষীরা: হবিগঞ্জে শালিসে ডেকে নিয়ে নারীকে বেত্রাঘাত ও পাথর নিক্ষেপ করার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতার ও বিচারের দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১১ এপ্রিল) সকাল ১০টায় সাতক্ষীরার শহীদ আবদুর রাজ্জাক পার্কে সাতক্ষীরা জেলা নাগরিক কমিটি, মানবাধিকার সংস্থা স্বদেশ, আইন ও শালিস কেন্দ্র, এইচআরডিএফ-সাতক্ষীরা, বাংলাদেশ মহিলা পরিষদ ও মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশন-এমএসফ এ কর্মসূচি পালন করে।



বক্তারা বলেন, হবিগঞ্জ জেলায় অবৈধ ও বেআইনি শালিসে নারীকে বেত্রাঘাত ও পাথর নিক্ষেপ করার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতার করে বিচারের আওতায় আনতে হবে। একইসঙ্গে সাতক্ষীরার শ্যামনগরে এক গৃহবধূর চুল কাটার ঘটনা ও কোহিনুর বেগম হত্যার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেফতার করে বিচারের আওতায় আনতে হবে।

প্রতিবাদ সামবেশে স্বদেশ’র নির্বাহী পরিচালক মাধব চন্দ্র দত্তের পরিচালনায় ও জেলা আওয়ামী লীগের সহ সভাপতি, সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক কালের চিত্র সম্পাদক বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ আবু আহমেদের সভাপতিত্বে বক্তব্য দেন জেলা নাগরিক কমিটির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট আজাদ হোসেন বেলাল, সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সভাপতি ও নাগরিক নেতা অ্যাডভোকেট আবুল কালাম আজাদ, মানবাধিকার কর্মী অধ্যক্ষ আশেক-ই-এলাহী, জেলা জাসদের সভাপতি শেখ ওবায়াদেুস সুলতান বাবলু, উন্নয়নকর্মী আবু জাফর সিদ্দিকী, বাংলদেশ জাসদের জেলা সম্পাদক অধ্যাপক ইদ্রিস আলী, মহিলা পরিষদের সাধারণ সম্পাদক জ্যোৎস্না দত্ত, ভূমিহিন নেতা আবদুস সামাদ, নারী অধিকার কর্মী খুরশিদ জাহান শীলা, আঞ্জুয়ারা খাতুন প্রমুখ।

বাংলাদেশ সময়: ২০৫৮ ঘণ্টা, এপ্রিল ১১, ২০২৩
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।