ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

সিরাজগঞ্জে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে মেম্বারদের অনাস্থা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০২৯ ঘণ্টা, এপ্রিল ১২, ২০২৩
সিরাজগঞ্জে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে মেম্বারদের অনাস্থা

সিরাজগঞ্জ: মেম্বারদের নিয়ে সভা না করে নিজের লোক দিয়ে প্রকল্পের কাজ বাস্তবায়ন, কাজ না করে বিল তুলে আত্মসাৎ ও ব্যাপক অনিয়মের অভিযোগে সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ধুবিল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মিজানুর রহমান রাসেলের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব এনেছেন ৯ ইউপি সদস্য।  

মঙ্গলবার (১১ এপ্রিল) সন্ধ্যায় অনাস্থা প্রস্তাব প্রাপ্তির কথা স্বীকার করেন রায়গঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা তৃপ্তি কনা মণ্ডল।

 

তিনি বলেন, চেয়ারম্যানের বিরুদ্ধে ৯ সদস্যের একটি অনাস্থা প্রস্তাব আজকে আমার হাতে এসেছে। এ বিষয়ে খুব শিগগিরই উভয়পক্ষের সঙ্গে কথা বলে একটি প্রতিবেদন তৈরি করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে পাঠানো হবে।  

এর আগে সোমবার (১০ এপ্রিল) অনাস্থা প্রস্তাব এনে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর দরখাস্ত দেওয়া হয় বলে জানান, প্যানেল চেয়ারম্যান-১ মো. সৈয়দ আলী।  

ধুবিল ইউনিয়ন পরিষদের ৭ নম্বর ওয়ার্ডের সদস্য মো. সাইফুল ইসলাম বলেন, চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর থেকেই মিজানুর রহমান রাসেল মেম্বারদের সঙ্গে কোনো প্রকার সভা না করে নিজেই সিদ্ধান্ত নেন। কাবিখা, কাবিটাসহ সরকারি বিভিন্ন প্রকল্পের কাজ মেম্বারদের সঙ্গে সমন্বয় না করে নিজের লোকদের দিয়ে করান। অধিকাংশ কাজ না করেই বিল তুলে আত্মসাৎ করেন চেয়ারমান। এমনও রাস্তা রয়েছে যার একাধিক প্রকল্প বানিয়ে বিল তুলে নিলেও সেখানে এক কোদাল মাটিও পড়েনি বলে অভিযোগ করেন সাইফুল ইসলাম। এসব কারণে ৯ সদস্য তার বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব নিয়ে এসেছে।  

এ বিষয়ে ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান রাসেল জানান, অনাস্থার বিষয়টি শুনেছি। তবে অফিসিয়ালি আমাকে কেউ জানায়নি। ইউএনও মহোদয় নিশ্চয়ই আমাকে অফিসিয়ালি জানাবেন। তারপরও এ বিষয়ে বলতে পারবো।  

বাংলাদেশ সময়: ১০২৫ ঘণ্টা, এপ্রিল ১২, ২০২৩
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।