ঢাকা, শুক্রবার, ২৮ অগ্রহায়ণ ১৪৩১, ১৩ ডিসেম্বর ২০২৪, ১০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

শিবচরে জাটকা বিক্রির দায়ে ২ ব্যবসায়ীকে জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট   | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২৫ ঘণ্টা, এপ্রিল ১২, ২০২৩
শিবচরে জাটকা বিক্রির দায়ে ২ ব্যবসায়ীকে জরিমানা

মাদারীপুর: মাদারীপুর জেলার শিবচরের জাটকা বিক্রির অপরাধে দুই ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় ৩০ কেজি জাটকা জব্দ করা হয়।

 

বুধবার (১২ এপ্রিল) সকালে উপজেলার শেখপুর হাট থেকে এ জাটকা জব্দ করে উপজেলার কলাতলা নৌ পুলিশ।

জানা গেছে, ইলিশের উৎপাদন বাড়াতে জাটকা রক্ষার জন্য ২ মাস জাটকা ধরা নিষেধ রয়েছে। এ সময়ে নদ-নদী ও হাটবাজারে অভিযান চালাচ্ছে পুলিশ, ভ্রাম্যমাণ আদালত ও মৎস বিভাগ।  

বুধবার উপজেলার শেখপুর হাটে কলাতলা নৌ পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক শহিদুল ইসলামের নেতৃত্বে নৌ পুলিশের টিম অভিযান চালায়। এসময় জাটকা বিক্রিরত অবস্থায় সাইদ সিপাই ও মিন্টু সিপাইকে আটক করে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ৩০ কেজি জাটকা জব্দ করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে উভয়কে ৫ হাজার করে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রাজিবুল ইসলাম বলেন, জাটকা বিক্রির অপরাধে দুই ব্যবসায়ীকে অর্থদণ্ড দেওয়া হয়েছে। এবং জব্দ করা জাটকা স্থানীয় এতিম খানায় বিতরণ করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১২২৪ ঘণ্টা, এপ্রিল ১২, ২০২৩
এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।