ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

মঙ্গল শোভাযাত্রায় হুমকি দিয়ে চিরকুট

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১৩ ঘণ্টা, এপ্রিল ১২, ২০২৩
মঙ্গল শোভাযাত্রায় হুমকি দিয়ে চিরকুট

ঢাকা: পহেলা বৈশাখের মঙ্গল শোভাযাত্রায় হামলার হুমকি দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) চারুকলা বিভাগের এক শিক্ষার্থীর কাছে চিরকুট পাঠানো হয়েছে।

বুধবার (১২ এপ্রিল) শাহবাগ থানায় এ ঘটনায় আবতাহী রহমান (২৫) নামে এক চারুকলার শিক্ষার্থী সাধারণ ডায়েরি (জিডি নং-১৫২৭) করেছেন।

আবতাহী রহমান ঢাবি চারুকলা অনুষদের মঙ্গল শোভাযাত্রা উপলক্ষে অর্থ ও নিরাপত্তা কমিটির সদস্য।

জিডি সূত্রে জানা গেছে, মঙ্গলবার (১১ এপ্রিল) রাত পৌনে ১০টার দিকে চারুকলা অনুষদ পশ্চিম পার্শ্বের দেয়ালে রংয়ের কাজে তদারকিকালে একটি প্লাস্টিক চেয়ারের ওপর একটি সাদা কাগজ মোড়ানো পাওয়া যায়। ওই কাগজে লেখা রয়েছে ‘শোভা যাত্রা কাজটা শিরকের, এখানে এসে ক্ষতি করোনো তোমাদের। হামলা হতে পারে এনিটাইম। '

পরে এ বিষয়ে চারুকলা অনুষদের প্রক্টরিয়াল টিমের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে জিডি করার কথা উল্লেখ করেন আবতাহী রহমান।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি)  রমনা বিভাগের উপ-কমিশনার (ডিসি) মো. শহিদুল্লাহ বাংলানিউজকে বলেন, একটা উড়ো চিরকুটে মঙ্গল শোভাযাত্রায় হামলার হুমকি দেওয়া হয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৪১৩ ঘণ্টা, এপ্রিল ১২, ২০২৩
পিএম/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।