ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

ঝুঁকিপূর্ণ নৌকায় যাত্রী পারাপার, ২ মাঝির কারাদণ্ড

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট     | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০১ ঘণ্টা, এপ্রিল ১২, ২০২৩
ঝুঁকিপূর্ণ নৌকায় যাত্রী পারাপার, ২ মাঝির কারাদণ্ড

লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরের রামগতি উপজেলার বহদ্দারহাট লঞ্চঘাট থেকে ঝুঁকিপূর্ণভাবে নৌকায় যাত্রী পরিবহনের অপরাধে দুইজন মাঝিকে সাতদিন করে কারাদণ্ড দেওয়া হয়েছে।  

বুধবার (১২ এপ্রিল) রামগতি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এসএম শান্তুনু চৌধুরী ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের এ সাজা দেন।

 

দণ্ডপ্রাপ্তরা হলেন- জেলার কমলনগর উপজেলার সাহেবেরহাট ইউনিয়নের চর জগবন্ধু গ্রামের বাসিন্দা মো. নুর উদ্দিন (৫০) ও ভোলার দৌলতখান পৌরসভার দৌলতখান গ্রামের বাসিন্দা মো. বাবুল (৫৫)।  

ইউএনও এসএম শান্তুনু চৌধুরী জানান, দুর্যোগপূর্ণ আবহাওয়ায় নদী এবং সাগর উত্তাল থাকায় ঝুঁকি এড়াতে ১৫ মার্চ থেকে ১৫ অক্টোবর পর্যন্ত নদীতে সব ধরনের ছোট নৌ যানে যাত্রী পারাপার বন্ধ ঘোষণা করেছে সরকার। সরকারি নির্দেশনা অমান্য করে রামগতি উপজেলার বহদ্দারহাট লঞ্চঘাট থেকে মেঘনা নদী হয়ে ভোলার দৌলতখানে ঝুঁকিপূর্ণভাবে নৌকায় করে যাত্রী পরিবহন করা হচ্ছে। ফলে সেখানে অভিযান চালিয়ে দুইজন নৌকার মাঝিকে সাতদিন করে কারাদণ্ড দেওয়া হয়েছে। ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় রামগতি কোস্টগার্ড ও থানা পুলিশের সদস্যরা সহায়তা করেন।  

বাংলাদেশ সময়: ১৫০০ ঘণ্টা, এপ্রিল ১২, ২০২৩
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।