ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

নড়াইলে ৪ জুয়াড়ি আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট     | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৪ ঘণ্টা, এপ্রিল ১২, ২০২৩
নড়াইলে ৪ জুয়াড়ি আটক

নড়াইল: নড়াইল সদর উপজেলার শেখহাটি গ্রাম থেকে চারজন জুয়াড়িকে আটক করেছে পুলিশ।

বুধবার (১২ এপ্রিল) তাদের আদালতে পাঠানো হয়েছে।

 

এর আগে মঙ্গলবার (১১ এপ্রিল) দিনগত রাতে তাদের আটক করা হয়।  

আটক চার জুয়াড়ি হলেন- শেখহাটি গ্রামের মো. রিয়াজুল ইসলাম (২৭), জাহাঙ্গীর আকঞ্জি (২১), সেলিম মোল্লা (৩৫) ও মো. নুরনবী সরদার (৪৩)।  

জানা গেছে, গোপন তথ্যের ভিত্তিতে শেখহাটি গ্রাম থেকে জুয়া খেলার সময় ওই চার জনকে আটক করা হয়। সে সময় তাদের কাছ থেকে ২ হাজার ৪৮০ টাকা, দুই সেট তাস ও একটি চট জব্দ করা হয়।  

এ ব্যাপারে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওবায়দুর রহমান বাংলানিউজকে বলেন, আটক ওই চার জুয়াড়ির বিরুদ্ধে মামলা দায়েরের পর বুধবার (১২ এপ্রিল) আদালতে পাঠানো হয়েছে।  

বাংলাদেশ সময়: ১৫৪০ ঘণ্টা, এপ্রিল ১২, ২০২৩
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।