ঢাকা, রবিবার, ১ পৌষ ১৪৩১, ১৫ ডিসেম্বর ২০২৪, ১২ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

জজ হয়ে বিচার বিক্রি করলেই ব্যবস্থা: প্রধান বিচারপতি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৫ ঘণ্টা, এপ্রিল ১২, ২০২৩
জজ হয়ে বিচার বিক্রি করলেই ব্যবস্থা: প্রধান বিচারপতি

ঝিনাইদহ: যে জজ বিচার বিক্রি করবেন তার বিরুদ্ধে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী।  
বুধবার (১২ এপ্রিল) দুপুরে ঝিনাইদহে বার ভবনে আইনজীবীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

 

প্রধান বিচারপতি বলেন, দুর্নীতি একটা ক্যানসার, আমার হাতে পাঁচটা আঙুল আছে যদি একটি আঙুলে ক্যানসার হয় তাহলে বড় চিকিৎসা হচ্ছে সেটা কেটে ফেলা। যে জজ বিচার বিক্রি করবেন তাকে আঙুল হিসেবে কেটে ফেলতে আমি একটু দ্বিধাদ্বন্দ্ব করবো না। একজন জজ যদি বিচারের মাধ্যমে একজনের সম্পদ অন্যজনের দিয়ে দেন তাহলে তিনি ডাকাতের চেয়েও খারাপ। এমন অন্যায়ের জন্য আমরা যুদ্ধ করিনি। যদি কোনো জজের বিরুদ্ধে এমন অভিযোগ পাওয়া যায় তাহলে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়া হবে।

সভায় ঝিনাইদহ জেলা জজ নাজিমুদৌলা, জেলা আইনজীবী সমিতির সভাপতি রবিউল ইসলাম, সরকারি কৌঁসলি বিকাশ কুমার ঘোষ, পিপি অ্যাডভোকেট ইসমাইল হোসেনসহ অন্যান্য বক্তব্য দেন।

এর আগে জেলা জজ আদালত প্রাঙ্গণে ন্যায়কুঞ্জের ভিত্তিপ্রস্তর স্থাপন ও গাছের চারা রোপণ করেন প্রধান বিচারপতি।

বাংলাদেশ সময়:  ১৬০৪ ঘণ্টা, এপ্রিল ১২, ২০২৩
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।