ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

রড চোর চক্রের ৪ সদস্য গ্রেফতার

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৬ ঘণ্টা, এপ্রিল ১২, ২০২৩
রড চোর চক্রের ৪ সদস্য গ্রেফতার

ঢাকা: চোরাইমাল উদ্ধারসহ আন্তঃজেলা রড চুরির সঙ্গে জড়িত সংঘবদ্ধ একটি চক্রের ৪ সদস্যকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা রমনা বিভাগ।

গ্রেফতার আসামিরা হলেন- চান মিয়া ওরফে আল আমীন, মো. ওমর ফারুক, মো. আবু শেখ ও মো. আল আমীন।

অভিযানে তাদের কাছ থেকে চোরাইকৃত ২.৫ টন রড উদ্ধার, চোরাই কাজে ব্যবহৃত একটি ট্রাক ও ভুয়া নাম্বার প্লেট জব্দ করা হয়।

মঙ্গলবার (১১ এপ্রিল) থেকে বুধবার (১২ এপ্রিল) পর্যন্ত নেত্রকোনার দূর্গাপুর ও ময়মনসিংহের গফরগাঁও এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।

গোয়েন্দা রমনা বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার নাজিয়া ইসলাম বাংলানিউজকে জানান, গত ১০ এপ্রিল যাত্রাবাড়ী থানায় রড চুরি সংক্রান্তে একটি মামলা দায়ের করা হয়। মামলাটি ছায়াতদন্ত শুরু করে গোয়েন্দা পুলিশ। তদন্তকালে তথ্য ও প্রযুক্তির সহায়তায় অপরাধীদের অবস্থান শনাক্ত করে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানান তিনি।  

বাংলাদেশ সময়: ১৭০৫ ঘণ্টা এপ্রিল ১২, ২০২৩
এসজেএ/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।