ঢাকা, রবিবার, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১৫ ডিসেম্বর ২০২৪, ১২ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

নওগাঁ সীমান্তে ৭৫ শতাংশ জমি ফিরে পেল বাংলাদেশ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১০ ঘণ্টা, এপ্রিল ১২, ২০২৩
নওগাঁ সীমান্তে ৭৫ শতাংশ জমি ফিরে পেল বাংলাদেশ

নওগাঁ: নওগাঁর আগ্রাদিগুন সীমান্তে সীমানা নির্ধারণ নিয়ে প্রায় ৫০ বছরের বিবাদ নিষ্পত্তি হয়েছে। ৭৫ শতাংশ জমি ফেরত পেয়েছে বাংলাদেশ।

সীমান্ত জটিলতা নিরসনে আগ্রাদ্বিগুন সীমান্তে বুধবার (১২ এপ্রিল) সকাল ১১টায় বিজিবি-বিএসএফের পতাকা বৈঠক শুরু হয়। এ বৈঠকে জমি ফেরত দেওয়ার সিদ্ধান্ত হয়।
 
বৈঠকে দুই বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) অধিনায়ক পর্যায়ের কর্মকর্তারা অংশ নিয়েছেন।  এছাড়া ভূমি জরিপ সংশ্লিষ্টরাও উপস্থিত ছিলেন।  

লেফটেন্যান্ট কর্নেল হামিদ উদ্দিন, অধিনায়ক ১৪ বিজিবি, নওগাঁ এ তথ্য নিশ্চিত করেছেন।

বিজিবি জানায়, বুধবার বৈঠক শেষে বিজিবি ও বিএসএফের সদস্যরা জমি মাপেন। এতে ৭৫ শতাংশ জমি বাংলাদেশের মালিকানাধীন বলে প্রমাণ হয়।

আগ্রাদ্বিগুন সীমান্তে সীমানা ও ৭৫ শতাংশ একটি জমির মালিকানা নিয়ে বেশ কিছুদিন ধরে দ্বন্দ্ব চলছিল।  

স্থানীয়রা জানান, জমিটি বাংলাদেশের ১০০ গজ অভ্যন্তরে। দীর্ঘদিন ধরে সেখানে বাংলাদেশি চাষিরা চাষাবাদ করে আসছেন। চলতি মৌসুমে চাষাবাদে বাধা দেয় বিএসএফ। দ্বন্দ্ব নিরসনে পতাকা বৈঠক আহ্বান করা হয়।

বাংলাদেশ সময়: ১৪০৭ ঘণ্টা, এপ্রিল ১২, ২০২৩
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।