ঢাকা, রবিবার, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১৫ ডিসেম্বর ২০২৪, ১২ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

ভর্তুকি দিয়ে কৃষিকে লাভজনক করার চেষ্টা করছে সরকার: কৃষিমন্ত্রী

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫২ ঘণ্টা, এপ্রিল ১২, ২০২৩
ভর্তুকি দিয়ে কৃষিকে লাভজনক করার চেষ্টা করছে সরকার: কৃষিমন্ত্রী

ঢাকা: কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক বলেছেন, ২০১৮ সালের নির্বাচনে যে ইশতেহার দেওয়া হয়েছিল সরকার তা বাস্তবায়ন করেছে। সরকারের প্রতিশ্রুতি বাস্তবায়ন হওয়ায় তলাবিহীন দেশ এখন উন্নত বিশ্বের কাতারে।

তিনি বলেন, পৃথিবীর অন্যান্য দেশের তুলনায় আমাদের দেশে বেশি ভর্তুকি দিয়ে কৃষিকে লাভজনক করার চেষ্টা করছে সরকার। খাদ্য নিরাপত্তার জন্য কৃষি খুবই গুরুত্বপূর্ণ।

বুধবার (১২ এপ্রিল) রাজধানীর হোটেল রেনেসাঁয় স্মার্ট কৃষি শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ এ সেমিনারের আয়োজন করে।

কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক বলেন, ২০৪০ সালের মধ্যে দেশকে উন্নত দেশের কাতারে নিয়ে যাওয়ার জন্য কাজ করছে সরকার। সেই লক্ষ্যে কৃষি সেক্টরকে সেভাবে প্রস্তুত করা হচ্ছে।  

তিনি বলেন, স্মার্ট বলতে আমরা বোঝাচ্ছি অল্প জমিতে বেশি উৎপাদন, বেশি লাভ। কীভাবে খরচ কমিয়ে বেশি উৎপাদন করা যায় সেটাই স্মার্ট কৃষি।

আয়োজক সংগঠনের সভাপতি ব্যারিস্টার মো. সামির সাত্তারের সভাপতিত্বে সেমিনারে আরও বক্তব্য রাখেন ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয়ের সাবেক ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এম এ সাত্তার মন্ডল।

বাংলাদেশ সময়: ১৯৫১ ঘণ্টা, এপ্রিল ১২, ২০২৩
টিএ/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।