ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

কালকিনিতে গ্রাম পুলিশকে কুপিয়ে জখম

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট     | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৯ ঘণ্টা, এপ্রিল ১৩, ২০২৩
কালকিনিতে গ্রাম পুলিশকে কুপিয়ে জখম

মাদারীপুর: মাদারীপুরের কালকিনিতে নুরুল আমিন বাদশা (৫৫) নামে এক গ্রাম পুলিশকে কুপিয়ে জখম  করেছে দুর্বৃত্তরা।  

বৃহস্পতিবার(১৩ এপ্রিল) সকাল ১০টার দিকে উপজেলার নতুন চরদৌলতখান গ্রামে এ ঘটনা ঘটে।

আশঙ্কাজনক অবস্থায় তাকে রাজধানীর পঙ্গু হাসপাতালে পাঠানো হয়েছে।

আহত নুরুল আমিন ওই গ্রামের আদম সরদারের ছেলে ও চরদৌলতখান ইউনিয়নের গ্রাম পুলিশের দফাদার পদে কর্মরত।  

জানা গেছে, সকালে নিজ বাড়ি থেকে ইউনিয়ন পরিষদের (ইউপি) দিকে যাচ্ছিলেন নুরুল আমিন। মাঝপথে নতুন চরদৌলত খান গ্রামের হাতেম সরদারের বাড়ির সামনে তাকে গতিরোধ করে কয়েকজন দুর্বৃত্ত। এ সময় নুরুল আমিনকে দেশীয় অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে দুর্বৃত্তরা। তার চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে পালিয়ে যান হামলাকারীরা। পরে গুরুতর অবস্থায় ওই গ্রাম পুলিশকে উদ্ধার করে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে রাজধানীর পঙ্গু হাসপাতালে পাঠানো হয়।

কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীম হোসেন জানান, পূর্ব শত্রুতার জেরে এ হামলার ঘটনা হতে পারে বলে ধারণা করা হচ্ছে। বিষয়টি নিয়ে পুলিশের একাধিক টিম কাজ করছে।  

বাংলাদেশ সময়: ১৬৫৮ ঘণ্টা, এপ্রিল ১৩, ২০২৩
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।