ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

জাতীয় সংসদ নির্বাচনে চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত পুলিশ বাহিনী: আইজিপি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৯ ঘণ্টা, এপ্রিল ১৩, ২০২৩
জাতীয় সংসদ নির্বাচনে চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত পুলিশ বাহিনী: আইজিপি

রংপুর: বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক চৌধুরী আব্দুল্লাহ আল মামুন বলেছেন, অভিজ্ঞতা, প্রশিক্ষিত জনবল ও প্রয়োজনীয় সরঞ্জাম নিয়ে আগামী জাতীয় সংসদ নির্বাচনে যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত রয়েছে পুলিশ বাহিনী। নির্বাচন কমিশনের দেওয়া যেকোনো দায়িত্ব পালন করবে পুলিশের প্রতিটি সদস্য।

বৃহস্পতিবার (১৩ এপ্রিল) রংপুর পুলিশ লাইন্স মাঠে মাল্টিপারপাস শেডের উদ্বোধন শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।

পুলিশ প্রধান বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা জঙ্গী, সন্ত্রাস ও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছেন। আমরা সেই আলোকে দায়িত্ব পালন করে চলেছি। এক সময় দেশে সন্ত্রাসের জনপদ গড়ে উঠেছিল বিভিন্ন এলাকায়। এখন তা নেই।

তিনি আরও বলেন,বাংলা বর্ষবরণকে ঘিরে চারুকলায় একটি উড়ো চিঠি এসেছে। গোয়েন্দা তথ্য অনুযায়ী এ নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই। এরপরও আমরা পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নিয়েছি।  

আইজিপি বলেন, দেশ জঙ্গীবাদ দমনে সাফল্য অর্জন করেছে। জঙ্গীবাদ নিয়ন্ত্রণে  ও মাদক নির্মূলে আইন শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান পুলিশ প্রধান।

এ সময় আরও উপস্থিত ছিলেন, রংপুর রেঞ্জের ডিআইজি মোহা. আবদুল আলীম মাহমুদ, রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার নুরে আলম মিনা, জেলা পুলিশ সুপার ফেরদৌস আলী চৌধুরীসহ পুলিশের কর্মকর্তারা।

এর আগে পুলিশের মহাপরিদর্শক চৌধুরী আব্দুল্লাহ আল মামুন পুলিশ অফিসার্স মেস, পুলিশ ট্রেনিং সেন্টারের অ্যাকাডেমিক ভবনের উদ্বোধন শেষে রংপুর পুলিশ লাইন্সে বৃক্ষরোপণ ও পুকুরে মাছের পোনা অবমুক্ত করেন।

বাংলাদেশ সময়: ১৭৩৬ ঘণ্টা, এপ্রিল ১৩, ২০২৩
এসআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।