ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

আমতলীতে সাড়ে ৩ কেজি গাঁজাসহ আটক ১

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫১ ঘণ্টা, এপ্রিল ১৩, ২০২৩
আমতলীতে সাড়ে ৩ কেজি গাঁজাসহ আটক ১

বরগুনা: বরগুনার আমতলীতে অভিযান চালিয়ে ৩ কেজি ৭০০ গ্রাম গাঁজাসহ রুবেল খান (২২) নামে এক যুবককে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।  

বৃহস্পতিবার (১৩ এপ্রিল) বিকেলে র‌্যাব-৮ এর কোম্পানি অধিনায়ক সিনিয়র সহকারী পুলিশ সুপার তুহিন রেজা স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

 

আটক রুবেল পটুয়াখালী সদর উপজেলার ৮ নম্বর মাদার বুনিয়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের সংকরপুর এলাকার মো. বিল্লাল খানের ছেলে।

বিজ্ঞপ্তি থেকে জানা গেছে, গোপন তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার ভোরে বরগুনার আমতলী থানাধীন সাখারিয়া বাজার এলাকা থেকে ৩ কেজি ৭০০ গ্রাম গাঁজাসহ রুবেল খানকে আটক করা হয়। তার বিরুদ্ধে র‌্যাব বাদী হয়ে আমতলী থানায় মাদকদ্রব্য আইনে একটি মামলা দায়ের হয়েছে।

বাংলাদেশ সময়: ১৯৫০ ঘণ্টা, এপ্রিল ১৩, ২০২৩
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।