ঢাকা, রবিবার, ১ পৌষ ১৪৩১, ১৫ ডিসেম্বর ২০২৪, ১২ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

রাজবাড়ীতে ২০৪ বোতল ফেনসিডিলসহ যুবক আটক 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট     | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪১ ঘণ্টা, এপ্রিল ১৩, ২০২৩
রাজবাড়ীতে ২০৪ বোতল ফেনসিডিলসহ যুবক আটক 

ফরিদপুর: রাজবাড়ী জেলার গোয়ালন্দঘাট থানা এলাকা থেকে ২০৪ বোতল ফেনসিডিলসহ সোহরাব মন্ডল ওরফে হিরো (২৬) নামে আন্তঃজেলা এক মাদককারবারিকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।  

বৃহস্পতিবার (১৩ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে গোয়ালন্দ থানার ফেরিঘাট এলাকা থেকে তাকে আটক করা হয়।

 

আটক হিরো ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার অনন্তপুর এলাকার রুস্তম মণ্ডলের ছেলে।

দুপুরে র‌্যাব-০৮ ফরিদপুর ক্যাম্প থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তি এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তি থেকে জানা গেছে, গোপন তথ্যের ভিত্তিতে র‌্যাব-০৮ এর ফরিদপুর ক্যাম্পের কোম্পানি অধিনায়ক লেফটেন্যান্ট কমান্ডার কে এম শাইখ আকতার এবং সিনিয়র এএসপি মো. নাজমুল হকের নেতৃত্বে গোয়ালন্দ ফেরিঘাট এলাকায় বিশেষ অভিযান চালানো হয়। এ সময় ২০৪ বোতল ফেনসিডিলসহ আন্তঃজেলা মাদককারবারি সোহরাবকে আটক করা হয়। মাদক ছাড়াও তার কাছ থেকে জব্দ করা হয় একটি মোটরসাইকেল, দুইটি মোবাইলফোন, তিনটি সিম ও ২৫শ’ টাকা।  

সোহরাব মণ্ডল দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন জেলা থেকে মাদক পরিবহনে করে রাজবাড়ী ও ঢাকা এলাকায় বিক্রি করে আসছিলেন। তাকে গোয়ালন্দঘাট থানায় হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে গোয়ালন্দ থানায় একটি মাদক মামলা প্রক্রিয়াধীন।  

বাংলাদেশ সময়: ২১৩৬ ঘণ্টা, এপ্রিল ১৩, ২০২৩
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।