ঢাকা, রবিবার, ১ পৌষ ১৪৩১, ১৫ ডিসেম্বর ২০২৪, ১২ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

ঈদের শপিং করতে গিয়ে হঠাৎ গাড়িতে আগুন, দম্পতিসহ দগ্ধ ৪

সিনিয়র করেসপন্ডেন্ট   | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০০০ ঘণ্টা, এপ্রিল ১৪, ২০২৩
ঈদের শপিং করতে গিয়ে হঠাৎ গাড়িতে আগুন, দম্পতিসহ দগ্ধ ৪

ঢাকা: ঈদের শপিং করতে গিয়ে রাজধানীর মৌচাকে ফরচুন মার্কেটের বিপরীত পাশে প্রাইভেটকারে গ্যাস লাইন থেকে আগুনে এক পরিবারের চারজন দগ্ধ হয়েছে। তাদেরকে উদ্ধার করে বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।



বৃহস্পতিবার (১৩ এপ্রিল) রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে। দগ্ধরা হলেন- মাকসুম পারভেজ রাসেল (৪২), তার স্ত্রী সখিনা আক্তার কাজল (৩২), ছেলে নাফিজ পারভেজ আযান (১২) ও মেয়ে জান্নতুল ফেরদৌস এশা (১০)।

দগ্ধ রাসেল জানান, তাদের বাসা বাড্ডা ডিআইটি প্রজেক্ট ১৬ রোডে। সন্ধ্যায় ইফতার শেষে পরিবার নিয়ে নিজেদের প্রাইভেটকারে করে মৌচাক মার্কেটের পাশে ফরচুন মার্কেটে ঈদের কেনাকাটা করতে যাচ্ছিলাম। মৌচাক মোড়ে ফরচুন মার্কেটের বিপরীত পাশে এলে হঠাৎ গাড়ির গ্যাসের লাইন থেকে আগুন ধরে যায়। এতে গাড়িতে থাকা অবস্থায় তারা দগ্ধ হয়।

বার্ন ইনস্টিটিউটের কর্তব্যরত চিকিৎসক সুমাইয়া বিনতে নিজাম বলেন, দগ্ধ চারজনের হাতে ও মুখে দগ্ধ হয়েছে। অবজারভেশনে রেখে তাদের চিকিৎসা চলছে। তবে তাদেরকে ভর্তি রাখার প্রয়োজন নেই।

ফায়ার সার্ভিস সদর দপ্তর থেকে ডিউটি অফিসার রাফি আল ফারুক বলেন, রাতে মৌচাক মোড়ে একটি প্রাইভেটকারে গ্যাসের লাইনের লিকেজ থেকে আগুনের ঘটনা ঘটেছে। দুইটি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়েছিল। তবে আগেই আগুন নিভে যায়। এ ঘটনায় চারজন দগ্ধ হয়েছে। তাদেরকে হাসপাতালে পাঠানো হয়েছে।

শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনির হোসেন মোল্লা জানান, আশেপাশের লোকজন থেকে জানা গেছে ওই প্রাইভেটকার থেকে একটি বিকট শব্দ হয়ে বিস্ফোরিত হয়। এরপর প্রাইভেটকারটিতে আগুন ধরে যায়। গাড়িতে থাকা চারজন দগ্ধ হয়।  ধারণা করা হচ্ছে, গাড়িতে থাকা গ্যাসের লাইন থেকে আগুন লাগতে পারে।

বাংলাদেশ সময়: ২৩৫৯ ঘণ্টা, এপ্রিল ১৩, ২০২৩
এজেডএস/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।