ঢাকা, শনিবার, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ ডিসেম্বর ২০২৪, ১১ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

তেঁতুলিয়ায় ২৬৩ বস্তা সারসহ সাবেক ইউপি চেয়ারম্যান আটক 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট     | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৩৭ ঘণ্টা, এপ্রিল ১৪, ২০২৩
তেঁতুলিয়ায় ২৬৩ বস্তা সারসহ সাবেক ইউপি চেয়ারম্যান আটক 

পঞ্চগড়: পঞ্চগড়ের তেঁতুলিয়ায় অবৈধভাবে মজুদ করা ২৬৩ বস্তা সারসহ বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশনের (বিসিআইসি) ডিলার ও সাবেক ইউপি চেয়ারম্যান মোস্তফা জামান রাজুকে আটক করেছেন ভ্রাম্যমাণ আদালত।  

বৃহস্পতিবার (১৩ এপ্রিল) দুপুর থেকে বিকেল পর্যন্ত উপজেলার বুড়াবুড়ি সরকারপাড়া গ্রামের দুইটি স্থানে অভিযান পরিচালনা করে সারসহ তাকে আটক করা হয়।

নেতৃত্ব দেন তেঁতুলিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সোহাগ চন্দ্র সাহা।  

আটক মোস্তফা জামান বুড়াবুড়ি ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান ও মেসার্স রুম্পা ট্রেডার্সের স্বত্বাধিকারী বলে জানা গেছে।  

ইউএনও সোহাগ চন্দ্র সাহা বলেন, মেসার্স রুম্পা ট্রেডার্সের মালিক ও ডিলার মোস্তফা জামান রাজু তার গোডাউনে সার না রেখে বাজারে কৃত্রিম সার সংকট তৈরি করে বেশি দামে বিক্রির লক্ষে অবৈধভাবে ২৬৩ বস্তা সার মজুদ করে রেখেছেন- এমন গোপন তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার পুলিশের সহায়তায় অভিযান চালানো হয়। অভিযানে প্রথমে একটি বাড়ি থেকে ১৭৩ বস্তা ও অন্য একটি স্থান থেকে ৯০ বস্তা ডিএপি সার উদ্ধার করে জব্দ করা হয়। এ ঘটনায় মোস্তফা জামানকে থানা হেফাজতে নেওয়া হয়েছে।  

তেঁতুলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাঈদ চৌধুরী বলেন, এ ঘটনায় বিসিআইসির ডিলারের বিরুদ্ধে কৃষি অফিসের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে।  

বাংলাদেশ সময়: ০৯৩৫ ঘণ্টা, এপ্রিল ১৪, ২০২৩
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।