ঢাকা, রবিবার, ১ পৌষ ১৪৩১, ১৫ ডিসেম্বর ২০২৪, ১২ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

বোরো ধান কাটা নিয়ে সংঘর্ষে কৃষক নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৫ ঘণ্টা, এপ্রিল ১৪, ২০২৩
বোরো ধান কাটা নিয়ে সংঘর্ষে কৃষক নিহত

হবিগঞ্জ: হবিগঞ্জের লাখাই উপজেলায় ধান কাটা নিয়ে বিরোধের জেরে হওয়া সংঘর্ষে আব্দুল জলিল (৬৫) নামে এক কৃষক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১৫ জন।

শুক্রবার (১৪ এপ্রিল) সকালে উপজেলার বুল্লা ইউনিয়নের মকসুদপুর গ্রামে এ ঘটনা ঘটে। লাখাই থানার পরিদর্শক (তদন্ত) চম্পক ধাম এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহত আব্দুল জলিল মকসুদপুর গ্রামের বাসিন্দা ছিলেন।

জানা গেছে, গ্রামের একটি বোরো জমি নিয়ে মকসুদপুরের নওয়াজ আলী ও বুল্লা ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য সবুজ মিয়ার বিরোধ ছিল। নওয়াজ আলী কারাগারে থাকার সুযোগে সবুজ মিয়ার লোকজন শুক্রবার ওই জমির ধান কাটতে গেলে নওয়াজ আলীর লোকজন তাতে বাঁধা দেন। এ নিয়ে দুই পক্ষ সংঘর্ষে লিপ্ত হলে ঘটনাস্থলেই আব্দুল জলিলের মৃত্যু হয়।

এছাড়া আহত হওয়া আরও অন্তত ১৫ জনকে লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ২৫০ শয্যা জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পরিদর্শক (তদন্ত) চম্পক ধাম বলেন, সংঘর্ষে ফিকলবিদ্ধ হয়ে আব্দুল জলিল নিহত হয়েছেন। মরদেহটি মর্গে পাঠানো হবে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৪২৪ ঘণ্টা, এপ্রিল ১৪, ২০২৩ 
এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।