ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

ময়মনসিংহে ২৪ ঘণ্টায় অভিযানে গ্রেপ্তার ২১

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১২ ঘণ্টা, এপ্রিল ১৪, ২০২৩
ময়মনসিংহে ২৪ ঘণ্টায় অভিযানে গ্রেপ্তার ২১

ময়মনসিংহ: ময়মনসিংহে কোতয়ালি মডেল থানা পুলিশের অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার হয়েছে ২১ জন আসামি। এদের মধ্যে ওয়ারেন্টভুক্তসহ বিভিন্ন মামলার আসামি এবং জুয়াড়ী রয়েছে।

অভিযানকালে আসামিদের কাছ থেকে ফোল্ডিং ছোড়া, এন্টি কাটার, তাস ও নগদ টাকা উদ্ধার করা হয়েছে।

শুক্রবার (১৪ এপ্রিল) বিকেলে গ্রেপ্তার আসামিদের সংশ্লিষ্ট মামলায় ময়মনসিংহ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হয়েছে।

এর আগে গত ২৪ ঘণ্টায় পৃথক পৃথক অভিযানে থানা এলাকার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে আসামিদের গ্রেফতার করা হয়।  

কোতয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ কামাল আকন্দ এক সংবাদ বিজ্ঞপ্তিতে বাংলানিউজকে এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, পবিত্র ঈদুল ফিতরকে ঘিরে আইন শৃংখলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিয়মিত অভিযানের আসামিদের গ্রেফতার করা হয়েছে। সেই সঙ্গে যে কোনো ধরনের অপরাধ কঠোরভাবে নিয়ন্ত্রণের লক্ষ্যে নগরীর প্রতিটি সড়ক ও মার্কেটে পুলিশের টহল বৃদ্ধি করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৯০৮ ঘণ্টা, এপ্রিল ১৪, ২০২৩
এসএএইচ 
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।