ঢাকা, শুক্রবার, ২৮ অগ্রহায়ণ ১৪৩১, ১৩ ডিসেম্বর ২০২৪, ১০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

বাগেরহাটে মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা ৪১.২ ডিগ্রি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৯ ঘণ্টা, এপ্রিল ১৪, ২০২৩
বাগেরহাটে মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা ৪১.২ ডিগ্রি

বাগেরহাট: দেশের দক্ষিণ-পশ্চিমে জেলা বাগেরহাটের ওপর দিয়ে বয়ে যাচ্ছে তীব্র তাপপ্রবাহ।  

বাগেরহাটে বৃহস্পতিবারের (১৩ এপ্রিল) ৪০.৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার রেকর্ড ভেঙে আজ শুক্রবার (১৪ এপ্রিল) বিকেলে ৪১.২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।

 

যা এ মৌসুমে জেলার সবোর্চ্চ তাপমাত্রা।  

দেশের যে ৭টি জেলার ওপর দিয়ে তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে, বাগেরহাট তার একটি। আগামী ১৫ থেকে ২১ এপ্রিল পর্যন্ত চুয়াডাঙ্গা, বাগেরহাট, যশোর, কুষ্টিয়া, রাজশাহী, পাবনা, ফরিদপুর অঞ্চলে সর্বোচ্চ তাপমাত্রা বেড়ে ৪৫ ডিগ্রিতে উঠতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

সেই সঙ্গে এই তীব্র তাপদাহের ব্যাপ্তি দেশের ১০টি জেলায় ছড়িয়ে পড়তে পরে বলেও আশঙ্কা করা হচ্ছে।  

এদিকে, বাগেরহাট জেলার ওপর দিয়ে বয়ে যাওয়া তীব্র তাপপ্রবাহের কারণে গত কয়েক দিন ধরে বেলা বাড়ার সঙ্গে সঙ্গেই রাস্তাঘাট ফাঁকা হয়ে যাচ্ছে। লোকজন প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হচ্ছেন না। তীব্র গরমে হাঁসফাঁস অবস্থা সবার। রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকায় তীব্র গরমে জনজীবন অতিষ্ঠ হয়ে উঠেছে। বেশি বিপাকে পড়েছেন শ্রমজীবী মানুষ।  

এ জেলায় তীব্র গরম ও রোদের তাপে কৃষি শ্রমিকসহ দিনমজুর, রিকশাচালকরা তাদের জীবিকা নির্বাহ করতে পারছেন না।

মোংলা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা আবহাওয়াবিদ মো. হারুন অর রশিদ বলেন, আজ (১৪ এপ্রিল) বিকেলে জেলার মোংলায় সর্বোচ্চ ৪১.২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। যা আগের দিন (১৩ এপ্রিল) ছিল ৪০.৮ ডিগ্রি সেলসিয়াস।

তিনি আরও বলেন, দেশের যে ৭টি জেলার ওপর দিয়ে তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে, বাগেরহাট জেলা তার একটি। আগামী ১৫ থেকে ২১ এপ্রিল পর্যন্ত চুয়াডাঙ্গা, বাগেরহাট, যশোর, কুষ্টিয়া, রাজশাহী, পাবনা, ফরিদপুর জেলার সর্বোচ্চ তাপমাত্রা ৪৫ ডিগ্রি সেলসিয়াসে উঠতে পারে।

বাংলাদেশ সময়: ১৮৫৫ ঘণ্টা, এপ্রিল ১৪, ২০২৩
এনএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।