ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

খাগড়াছড়িতে সাংগ্রাই জল উৎসব অনুষ্ঠিত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩০৩ ঘণ্টা, এপ্রিল ১৪, ২০২৩
খাগড়াছড়িতে সাংগ্রাই জল উৎসব অনুষ্ঠিত ফাইল ছবি

খাগড়াছড়ি: পার্বত্য অঞ্চলের পাহাড়িদের প্রধানতম সামাজিক ও ধর্মীয় উৎসব বৈসাবি‘র আনন্দে ভাসছে পাহাড়ি জনপদ খাগড়াছড়িও। ফুল বিজু, মুল বিজুর পর আজ চাকমাদের গয্যাপয্যার দিন।

অন্যদিকে মারমা জনগোষ্ঠির মানুষ `সাংগ্রাই' উৎসবেও মেতেছে।  

শুক্রবার (১৪ এপ্রিল) সকালে জেলা সদরের পানখাইয়াপাড়া বটতলায় মারমাদের ঐতিহ্যবাহী সাংগ্রাই র‌্যালির উদ্বোধন করেন শরনার্থী বিষয়ক টাস্কফোর্সের চেয়ারম্যান কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি। র‌্যালিতে মারমারা বর্ণিল সাজে অংশ নেন। তারা নেচে-গেয়ে শহরকে উৎসবমূখর করে তুলেন।  

পরে সাংগ্রাইয়ের প্রধানতম আকর্ষণ পানি উৎসব শুরু হয়। একে অপরকে পানি ছিটিয়ে নিজেদের পরিশুদ্ধ করে নতুন বছরকে বরণ করেন। জলকেলি নামে পরিচিত এই উৎসবে সব বয়সীরাই যোগ দেন। তরুণ-তরুণীদের অংশগ্রহণই বেশি দেখা যায়। নেচে-গেয়ে তারা উল্লাস করেন।  

এ সময় সেনাবাহিনীর খাগড়াছড়ি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল গোলাম মহিউদ্দিন আহমেদ, পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী, ডিজিএফআই’র ডেট কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মো. শাহ আলম সিদ্দিকী, জেলা প্রশাসক (ডিসি) মো. সহিদুজ্জামান, পুলিশ সুপার (এসপি) মো. নাইমুল হক, পৌরসভার মেয়র নির্মলেন্দু চৌধুরীসহ সরকারী কর্মকর্তাসহ বিভিন্ন শ্রেণী-পেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২২৫৮ ঘণ্টা, এপ্রিল ১৪, ২০২৩
এডি/এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।