ঢাকা, শুক্রবার, ২৮ অগ্রহায়ণ ১৪৩১, ১৩ ডিসেম্বর ২০২৪, ১০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

সিরাজগঞ্জে নদীতে ডুবে কলেজছাত্রের মৃত্যু 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৩০ ঘণ্টা, এপ্রিল ১৫, ২০২৩
সিরাজগঞ্জে নদীতে ডুবে কলেজছাত্রের মৃত্যু  প্রতীকী ছবি

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জে যমুনা নদীতে ডুবে শিশির নামে এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে।  

শুক্রবার (১৪ এপ্রিল) রাত ৮টার দিকে যমুনা নদীর চায়না বাঁধ এলাকা থেকে মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিসের সদস্যরা।

 

শিশির সিরাজগঞ্জ পৌরসভা এলাকার সয়াধানগড়া মহল্লার মো. আলমের ছেলে।

সিরাজগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ওয়্যার হাউস ইন্সপেক্টর আতাউর রহমান টনি জানান, শুক্রবার বিকেল ৩টার দিকে বন্ধুদের সঙ্গে গোসল করতে যায় শিশির। সাতার কাটতে কাটতে নিখোঁজ হন শিশির। খবর পেয়ে ফায়ার সার্ভিস সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। সন্ধ্যা পর্যন্ত অভিযান চালিয়েও তাকে উদ্ধার করা যায়নি। পরবর্তীতে রাজশাহী থেকে ডুবুরি দল এসে রাত ৮টার দিকে শিশিরের মরদেহ উদ্ধার করেছে।

বাংলাদেশ সময়: ০০২৮ ঘণ্টা, এপ্রিল ১৫, ২০২৩
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।