ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

আমরা চাই প্রত্যেকে নিজ কর্মে স্বাবলম্বী হোক: স্বরাষ্ট্রমন্ত্রী

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৬ ঘণ্টা, এপ্রিল ১৫, ২০২৩
আমরা চাই প্রত্যেকে নিজ কর্মে স্বাবলম্বী হোক: স্বরাষ্ট্রমন্ত্রী

ঢাকা: বেকার ও তরুণদের ব্যবসায়ের জন্য নিজস্ব তহবিল থেকে মূলধন প্রদানকালে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, আমরা চাই প্রত্যেকে নিজ নিজ কর্মের মাধ্যমে স্বাবলম্বী হোক।

শনিবার (১৫ এপ্রিল) দুপুরে মনিপুরীপাড়ার বাসভবনে নিজ নির্বাচনী এলাকা ঢাকা-১২ আসনের মোট ৩১ জন বেকার ও সম্ভাবনাময়ী যুবক/নারীকে ব্যবসায়ের জন্য নিজস্ব তহবিল মূলধন দেনে তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘কর্মসংস্থানের প্রয়াস’ হল আমার ব্যক্তিগত একটি ক্ষুদ্র প্রচেষ্টা, যার মাধ্যমে আজকে ৩১ জনকে স্বাবলম্বী হওয়ার জন্য তাদের ব্যবসার প্রয়োজন অনুযায়ী মূলধন প্রদান করলাম। এই ৩১ জনকে সময়ে সময়ে তাদের ব্যবসার উত্তরণ পর্যালোচনা করা হবে। আমরা চাই প্রত্যেকে নিজ নিজ কর্মের মাধ্যমে স্বাবলম্বী হোক।  

তিনি বলেন, আগেও আমি পরীক্ষামূলকভাবে বেশ কয়েকজনকে ব্যবসায়িক মূলধন দিয়ে তাদের সফল হতে দেখে অনুপ্রাণিত হই। আজকের গ্রহীতারা যেন স্বাবলম্বী ও সফল হতে পারে, আমাদের সেই চেষ্টা থাকবে। তাহলে কর্মসংস্থানের প্রয়াসকে আমরা আরও অনেক দূর এগিয়ে নিতে পারবো।

সুবিধাভোগীরা হলেন, ক্ষুদ্র ব্যবসায়ী, পান ও টং দোকানদার, শাড়ি কাপড়ের ব্যবসায়ী, রিকশা-ভ্যানচালক ও বিভিন্ন ক্ষুদ্র মূলধনের ব্যবসায়ী। সুবিধাভোগীদের সর্বোচ্চ এক লাখ টাকা এবং সর্বনিম্ন ত্রিশ হাজার টাকা দেওয়া হয়।

বাংলাদেশ সময়: ১৭০৬ ঘণ্টা, এপ্রিল ১৫, ২০২৩
জিসিজি/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।