ঢাকা, বৃহস্পতিবার, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১২ ডিসেম্বর ২০২৪, ০৯ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

সখিপুরে ১১ কেজি গাঁজাসহ আটক ২

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট     | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২১ ঘণ্টা, এপ্রিল ১৫, ২০২৩
সখিপুরে ১১ কেজি গাঁজাসহ আটক ২

শরীয়তপুর: শরীয়তপুরের ভেদরগঞ্জে ১১ কেজি গাঁজাসহ দুই মাদককারবারিকে আটক করেছে পুলিশ।  

শনিবার (১৫ এপ্রিল) বিকেলে উপজেলার সখিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান বাচ্চু এ তথ্য নিশ্চিত করেন।

 

আটকরা হলেন- কুমিল্লা জেলার মধ্য বিজয়পুরের শফিক মিয়ার ছেলে মনির হোসেন (৩০) ও দক্ষিণ কুমিল্লা সদর  রাজাপাড়ার বজলু রহমানের ছেলে নুরে আলম (২০)।

ওসি আসাদুজ্জামান হাওলাদার জানান, গোপন তথ্যের ভিত্তিতে গতকাল শুক্রবার রাত ১০টার দিকে সখিপুরের ডিএমখালি মোসলমানকান্দি এলাকায় চট্টগ্রাম থেকে খুলনার উদ্দেশে ছেড়ে আসা দিদার পরিবহনের একটি বাসে তল্লাশি করা হয়। সে সময় একটি ব্যাগে ছয়টি প্যাকেটে ১১ কেজি গাঁজাসহ ওই দুই মাদককারবারিকে আটক করা হয়। এ ঘটনায় আটক দু’জনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। শনিবার আদালতের মাধ্যমে তাদের জেল হাজতে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৭২০ ঘণ্টা, এপ্রিল ১৫, ২০২৩
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।