ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

রাসায়নিক দিয়ে পাকানো আড়াই টন আম বিনষ্ট

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩৬ ঘণ্টা, এপ্রিল ১৫, ২০২৩
রাসায়নিক দিয়ে পাকানো আড়াই টন আম বিনষ্ট

সাতক্ষীরা: জেলার কালীগঞ্জে রাসায়নিক দিয়ে পাকানো আড়াই টন অপরিপক্ব গোবিন্দভোগ আম বিনষ্ট করা হয়েছে।

শনিবার (১৫ এপ্রিল) রাত সাড়ে ৮টায় উপজেলার সোহওয়ার্দী পার্কে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আজাহার আলীর উপস্থিতিতে আমগুলো পিকআপের চাকায় পিষে বিনষ্ট করা হয়।

এর আগে মৌতলা বাজার সংলগ্ন এলাকা থেকে আম ভর্তি পিকআপ আটক করে থানা পুলিশের কাছে সোপর্দ করেন স্থানীয়রা।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা ওয়াসিম উদ্দিন ও কালীগঞ্জ থানার উপ-পরিদর্শক নকিব পান্নু।

মৌতলা ইউপি চেয়ারম্যান ফেরদাউস মোড়ল জানান, একটি পিকআপ ভর্তি অপরিপক্ব আম রাসায়নিক দিয়ে পাকিয়ে ঢাকায় পাঠানো হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে মৌতলা বাজার সংলগ্ন এলাকা থেকে আম ভর্তি পিকআপ আটক করে থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট আজাহার আলী বলেন, আমের মৌসুম শুরুর আগেই অসাধু ব্যবসায়ীরা বেশি মুনাফার আশায় রাসায়নিক দিয়ে আম পাকিয়ে তা ঢাকায় পাঠাচ্ছেন। আমগুলো এখনেও পাকার সময় হয়নি। বাইরে থেকে পাকা মনে হলেও আমগুলো আসলে অপরিপক্ব। এই আম মানব দেহের জন্য মারাত্মক ক্ষতিকর।

বাংলাদেশ সময়: ২১৩৪ ঘণ্টা, এপ্রিল ১৪, ২০২৩
এসআইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।