ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

কক্সবাজারে সাড়ে তিন লাখ ইয়াবাসহ ৫ মাদক কারবারি আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫৪ ঘণ্টা, এপ্রিল ১৫, ২০২৩
কক্সবাজারে সাড়ে তিন লাখ ইয়াবাসহ ৫ মাদক কারবারি আটক

কক্সবাজার: কক্সবাজারে পৃথক অভিযান চালিয়ে সাড়ে তিন লাখ ইয়াবা ও নগদ পৌনে তিন লাখের বেশি টাকাসহ পাঁচ মাদক কারবারিকে আটক করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। আটকদের মধ্যে দুইজন মা-মেয়ে।

শনিবার (১৫ এপ্রিল) দুপুরে র‍্যাব-১৫ কক্সবাজার ব্যাটালিয়ন কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল ইসলাম সুমন।

শুক্রবার (১৪ এপ্রিল) ও আজ পৃথক সময়ে চট্টগ্রাম জেলার সাতকানিয়া রাস্তারমাথা, বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম এবং কক্সবাজার সদর উপজেলার খরুলিয়া এলাকায় এ অভিযান চালানো হয়েছে বলে জানান র‍্যাবের এ কর্মকর্তা।

লে. কর্নেল সাইফুল বলেন, শুক্রবার রাতে টেকনাফ থেকে মাদকের বড় একটি চালান যানবাহন যোগে চট্টগ্রামের উদ্দ্যেশে পাচারের খবর পায় র‍্যাব। পরে রাত ১০টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের সাতকানিয়া উপজেলার রাস্তারমাথা এলাকায় র‍্যাব একটি অস্থায়ী চৌকি স্থাপন করে বিভিন্ন যানবাহনে তল্লাশি শুরু করে। একপর্যায়ে কক্সবাজার দিক থেকে আসা সন্দেহজনক একটি পিকআপ দেখতে পেয়ে থামায় র‍্যাব সদস্যরা। এসময় গাড়িটিতে বিশেষ কৌশলে লুকানো অবস্থায় তিন লাখ ইয়াবা ও নগদ ২২ হাজার টাকা উদ্ধার করা হয়। এতে জড়িত সন্দেহে আবু হানিফ (৩৬) নামের গাড়িচালককে আটক করা হয়েছে।

এদিকে শুক্রবার বিকেলে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের আজোখাইয়া নামক এলাকা পৃথক এক অভিযানে ২০ হাজার ইয়াবাসহ দুই মাদক কারবারিকে আটক করা হয়েছে বলে জানান র‍্যাবের এ ব্যাটালিয়ন অধিনায়ক।

এতে আটকরা হলো- নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের আজোখাইয়া এলাকার বাসিন্দা নুর মোহাম্মদ (৪২) ও আক্তার কামাল (৪৫)।

লে. কর্নেল সাইফুল বলেন, শুক্রবার বিকেলে নাইক্ষ্যংছড়ির ঘুমধুম ইউনিয়নের আজোখাইয়া এলাকায় মাদকের চালান লেনদেনের জন্য কতিপয় লোকজন অবস্থান করছে খবরে র‍্যাবের একটি দল অভিযান চালায়। এতে ঘটনাস্থলে পৌঁছলে সন্দেহজনক ৩/৪ জন লোক দৌঁড়ে পালানোর চেষ্টা চালায়। পরে ধাওয়া দিয়ে দুইজনকে আটকরা সম্ভব হলেও অন্যারা পালিয়ে যায়। এসময় আটকদের সঙ্গে থাকা ছোট একটি ব্যাগে পাওয়া যায় ২০ হাজার ইয়াবা।  

অন্যদিকে শনিবার ভোর রাত সাড়ে ৩টায় কক্সবাজার সদর উপজেলার ঝিলংজা ইউনিয়নের খরুলিয়া এলাকার নয়াপাড়ায় পৃথক আরেকটি অভিযানে ৩০ হাজার ইয়াবা এবং মাদকে খুচরা বিক্রির নগদ দুই লাখ ৬১ হাজার ৬০০ টাকাসহ মা-মেয়েকে আটক করা হয়েছে বলে জানিয়েছেন র‍্যাবের এ কর্মকর্তা।

এ ঘটনায় আটকরা কক্সবাজার সদর উপজেলার ঝিলংজা ইউনিয়নের খরুলিয়া এলাকার নয়াপাড়ার বাসিন্দা।

ওই কর্মকর্তা বলেন, শনিবার ভোর-রাতে কক্সবাজার সদর উপজেলার খরুলিয়া এলাকায় জনৈক ব্যক্তি নিজের বাড়িতে মাদকের চালান মজুদ রেখে দীর্ঘদিন ধরে কেনাবেচা করছে, এমন খবরে র‍্যাব সদস্যরা অভিযান চালায়। এসময় সন্দেহজনক বসতঘরটিতে তল্লাশি চালিয়ে ৩০ হাজার ইয়াবা এবং মাদক বিক্রির নগদ দুই লাখ ৬১ হাজার ৬০০ টাকা উদ্ধার করা হয়। এতে ঘরে থাকা মা-মেয়েকে র‍্যাব সদস্যরা আটক করেছেন।

আটকদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করা হয়েছে বলে জানান তিনি।

বাংলাদেশ সময়: ২১৫৬ ঘণ্টা, এপ্রিল ১৫, ২০২৩
এসবি/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।